Mamata in TIME : টাইম ম্যাগাজিনের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

author img

By

Published : Sep 16, 2021, 7:55 AM IST

Updated : Sep 16, 2021, 12:12 PM IST

মমতা ও মোদি

ভবানীপুর উপনির্বাচনের দিন গোনা শুরু হয়ে গিয়েছে ৷ এর মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার টাইম ম্যাগাজিনের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় কমলা হ্যারিস, জো বাইডেনের সঙ্গে রয়েছে তাঁর নামও ৷ ভূয়সী প্রশংসা করেছেন সাংবাদিক বরখা দত্ত ৷

নিউ ইয়র্ক, 16 সেপ্টেম্বর : বিশ্বে 100 জন প্রভাবশালীর মধ্যে একজন তৃণমূলনেত্রী ৷ হ্যাঁ, বুধবার টাইম ম্যাগাজিনের (TIME magazine) 'দ্য হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2021'-এ ('The 100 Most Influential People of 2021') এ বছরের দুনিয়ার তাবড় প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশিত হয়েছে ৷ আর সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden), ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (Vice President Kamala Harris) নামের সঙ্গে নিজের জায়গা করে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ নাম রয়েছে দেশের প্রধানমন্ত্রী (Prime Minister of India) নরেন্দ্র মোদিরও (Narendra Modi) ৷ তবে দুই বিরোধী শিবিরের নেতার সম্পর্কে দু'টি বিপরীত মতামত প্রকাশিত হয়েছে ৷

30 সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনের আগে বাংলা তথা দেশের "স্ট্রিট ফাইটার" মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্তর্জাতিক স্বীকৃতি বিশেষ পাওনা ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে লিখেছেন সাংবাদিক বরখা দত্ত (Barkha Dutt) ৷

তৃণমূলনেত্রী সম্পর্কে সাংবাদিক বরখা দত্তের লেখা
তৃণমূলনেত্রী সম্পর্কে সাংবাদিক বরখা দত্তের লেখা

মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা দল

তিনি লিখেছেন, পায়ে চিরপরিচিত রাবারের হাওয়াই চটি এবং সাদা শাড়ি পরিহিতা মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভারতের রাজনীতির নির্ভীক মুখ ৷ 2 মে বিধানসভা নির্বাচনে তাঁর দল জেতার পর মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেন ৷ তিনি বিস্তারবাদে বিশ্বাসী এবং এককথায় অপরাজেয় ৷ প্রধানমন্ত্রী তথা কেন্দ্রে শাসকদল বিজেপির লোকবল এবং অর্থবলের বিরুদ্ধে একা দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি ৷ ভারতীয় রাজনীতিতে অন্য অনেক মহিলা নেত্রীদের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও কারওর স্ত্রী, মা, মেয়ে কিংবা সঙ্গী হিসেবে পরিচয় দিতে হয়নি ৷ নিজের সংগ্রামী জীবনে পরিবার সামলাতে দুধ বিক্রি থেকে শুরু করে স্টেনোগ্রাফারের কাজও করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না, তিনি নিজেই একটা দল ৷ পুরুষতান্ত্রিক সমাজে তাঁর লড়াকু মানসিকতা এবং নিজের হাতে গড়া জীবনই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে ৷ জাতীয় স্তরে মোদিকে হারাতে যদি কোনও জোট বাঁধতে হয়, তাহলে মমতাই তাঁর প্রধান মুখ ৷ তিনি একজন 'স্ট্রিট ফাইটার' ৷

আরও পড়ুন : Mamata Banerjee : দেশের জন্য বলিদানে সবার আগে পঞ্জাব-বাংলা, ভবানীপুর গুরুদ্বারে বললেন মমতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে লেখা হয়েছে :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসঙ্গে সাংবাদিক ফরিদ জাকারিয়া
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসঙ্গে সাংবাদিক ফরিদ জাকারিয়া

স্বাধীনতার 74 বছরে ভারত 3 জন গুরুত্বপূর্ণ নেতা পেয়েছে ৷ জওহরলাল নেহরু (Jawaharlal Nehru), ইন্দিরা গান্ধি (Indira Gandhi), আর নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ নরেন্দ্র মোদি সেই তৃতীয় প্রধানমন্ত্রী, যাঁর মতো করে দেশের রাজনীতিতে কেউ প্রভুত্ব কায়েম করতে পারেননি ৷ এমনকি 69 বছরের এই নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ধর্মনিরপেক্ষতা থেকে দেশকে বহু দূরে সরিয়ে নিয়ে গিয়েছেন ৷ হিন্দুবাদী রাষ্ট্র তৈরির দিকে ভারতকে ঠেলে দিয়েছেন ৷ সংখ্যালঘু মুসলিমরা তাঁদের অধিকার হারিয়েছে ৷ বাদ যায়নি সাংবাদিকদের উপর অত্যাচারের প্রসঙ্গ ৷ লেখা হয়েছে, তিনি সাংবাদিকদের ভয় দেখিয়ে জেলে বন্দি করেছেন ৷ তাঁর প্রচ্ছদের এই অকপট লেখাটি লিখেছেন সিএনএন (CNN) সাংবাদিক (Journalist) ফরিদ জাকারিয়া (Fareed Zakaria) ৷

100 জনের তালিকায় নাম রয়েছে তালিবান (Taliban) গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা মোল্লাহ আবদুল গনি বরাদর (Mullah Abdul Ghani Baradar), প্রাক্তন বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট (former US President) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ৷ রয়েছেন জনপ্রিয় ও বহুচর্চিত দম্পতি হ্যারি ও মেগান (Duchess of Sussex Prince Harry and Meghan), সেরাম ইনস্টিটিউটের (Serum Institute of India) আদর পুনাওয়ালা (CEO Adar Poonawalla), গুগল-কর্তা সুন্দর পিচাই (Sundar Pichai) ৷

Last Updated :Sep 16, 2021, 12:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.