Ritabhari Chakraborty New Looks: ছবির প্রচারে এবার স্বপ্নিল লুকে হাজির ঋতাভরী
Published on: Jan 21, 2023, 8:34 PM IST |
Updated on: Jan 25, 2023, 5:15 PM IST
Updated on: Jan 25, 2023, 5:15 PM IST

চলতি বছরের মার্চেই আসতে চলেছে ঋতাভরী এবং আবির চট্টোপাধ্য়ায় জুটির নতুন ছবি 'ফাটাফাটি' ৷ আর এই ছবির প্রচার নিয়েই এখন ব্যস্ত রয়েছেন অভিনেত্রী ঋতাভরী ৷ রোজই তিনি সামনে আসছেন কোনও না কোনও নতুন লুকে ৷ এবারও তাঁকে দেখা গেল কালো পোশাকে ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিত্র মুখোপাধ্যায় ৷ কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন ৷ ছবির কাহিনিতে যেমন রয়েছে প্রেম তো আছেই তবে তার সঙ্গেই রয়েছে হার-জিতের রেষারেষিও ৷ ঋতাভরী চক্রবর্তী এই কাহিনিতে অভিনয় করবেন একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সারের চরিত্রে ৷ আর তাঁর নায়ক একজন প্রেমিক মনের মানুষ ৷ এর আগে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে ঋতাভরীকে নিয়ে বলতে গিয়ে জিনিয়া জানিয়েছিলেন 'ফাটাফাটি' ছবিটি একটি ফ্যাশন ইনফ্লুয়েন্সারের কাহিনি । আর এই ছবির জন্য ঋতাভরী 25 কেজি ওজন বাড়িয়েছেন। তাঁর মতে চরিত্রের জন্য় সব করতে পারেন ঋতাভরী ৷ ঋতাভরীর এই নতুন ছবি কেমন চলবে বড় পর্দায় সেটাই এখন দেখার ৷ তবে এর আগেও অরিত্রর ছবিতে কাজ করেছেন তিনি ৷ সেখানেও তিনি ছিলেন বেশ সফল ৷
1/ 15
তাঁর নতুন এই লুকে পাগল হয়েছেন ফ্যানেরাও ৷

Loading...