HBD Sushant Singh Rajput: পর্দার মাহি বাস্তবেও লড়াকু...জন্ম বার্ষিকীতে ফিরে দেখা সুশান্ত সিং রাজপুতের বর্ণময় জীবন
Published on: Jan 21, 2023, 10:18 AM IST |
Updated on: Jan 21, 2023, 10:26 AM IST
Updated on: Jan 21, 2023, 10:26 AM IST

আজ পর্দার মহেন্দ্র সিং ধোনির জন্মদিন ৷ কয়েক বছর আগেই সুশান্ত সিং রাজপুতকে হারিয়েছে বলিউড ৷ প্রায় সমস্ত ট্যাবু ভেঙে শুধু অভিনয়ের জোরে নিজেকে প্রতিষ্ঠা দিয়েছিলেন এই মানুষটি ৷ 'কাই পো চে' থেকে শুরু করে ছিঁছোড়ে পর্যন্ত তাঁর কেরিয়ারে নানা মোড় এসেছে বারবার ৷ তবে বারবার নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করেছেন এই অভিনেতা ৷ কখনও তিনি সফল হয়েছেন । কখনও তাঁর প্রাপ্তি হয়েছে ব্যর্থতা ৷ তবে ফ্যানেরা তাঁকে মনে রেখেছেন লড়াকু চরিত্র হিসেবেই ৷ যিনি জীবনের সমস্ত বাউন্সার হেলায় মাঠের বাইরে পাঠিয়ে দেন অনায়াস দক্ষতায়। অনেকটা এমএসডি'র মতোই । 2020 সালের 14 জুন মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এসএসআরের মৃতদেহ ৷ তারপর তাঁর মৃত্য়ু নিয়েও বিতর্ক শুরু হয় ৷ যা চলেছিল দীর্ঘদিন ৷ সুশান্তকে ন্যায়বিচার দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছিলেন তাঁর ফ্যানেরা ৷ তবে আজ তাঁর 37তম জন্মদিনে সমস্ত বিতর্ক দূরে সরিয়ে রেখে ফিরে দেখা যাক সুশান্তের সোনালি কেরিয়ারের দিকে ৷ একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র থেকে কীভাবে রূপোলি পর্দার নায়ক হয়ে গেলেন সেটাই জানার চেষ্টা করব আমরা ।
1/ 13
পর্দার এমএসডি বাস্তবেও লড়াকু...জন্ম বার্ষিকীতে ফিরে দেখা সুশান্ত সিং রাজপুতের অভিনয় জীবন

Loading...