Nussrat Yash New Pics: উদয়পুরে ঘনিষ্ঠ মুহূর্তে ফ্রেম বন্দি তারকা জুটি, দেখুন যশরতের মন ভালো করা ছবি
Updated: Mar 18, 2023, 9:47 AM |
Published: Mar 18, 2023, 9:47 AM
Published: Mar 18, 2023, 9:47 AM

নিজেদের ছবি নিয়মিত সামাজিক মাধ্যমে আপলোড করে থাকেন তারকা জুটি যশ-নুসরত ৷ এবারও তাঁরা ক্যামেরা বন্দি হলেন একসঙ্গে ৷ যশরতের ছবি এবার সামনে এল রাজস্থানের অনন্ত উদয়পুর হোটেল থেকে ৷ সেখান থকেই অনুরাগীদের জন্য় বেশকিছু ছবি শেয়ার করেছেন তাঁরা ৷

1/ 10
বেড়াতে ভালোবাসেন যশরত ৷ কাজের ফাঁকে প্রায়ই তাঁরা হারিয়ে যান প্রকৃতিতে ৷ এবারও ব্য়তিক্রম হল না ৷ শুক্রবার এই তারকা জুটির দেখা মিলল রাজস্থানে ৷ বেশ কয়েকদিন আগেই উদয়পুরের সওল ফেস্টিভ্য়াল উপভোগ করতে মরুশহরে হাজির হন নুসরত ৷ সেসময় বেশকিছু ভিডয়ো এবং ছবিও শেয়ার করেন তিনি ৷ তাঁদের এই ট্রিপেরই নতুন ছবি এবার প্রকাশ্যে আনলেন এই তারকা জুটি ৷ নতুন ছবিতে ধরা পড়ল তাঁদের মিষ্টি প্রেমের মুহূর্ত ৷ তাঁদের দু'জনকে একসঙ্গে দেখে ভালোবাসা উজাড় করে দিল নেটপাড়াও ৷ আগামীতে একইসঙ্গে পর্দায় ফিরছেন যশরত ৷ এই ছবিতে তাঁরা স্ক্রিনশেয়ার করবেন ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ৷ ছবির নাম 'শিকার' ৷ এছাড়া যশের হাতে রয়েছে বলিউডি ছবি 'ইয়ারিয়াঁ 2' ৷ এবছর অক্টোবরে মুক্তি পাবে এই ছবি ৷

Loading...