Hina Khan New Pics: কালো পোশাকে হিনাকে দেখে উষ্ণতার পারদ চড়ল নেটপাড়ায়
Updated: Mar 20, 2023, 1:50 PM |
Published: Mar 19, 2023, 10:57 PM
Published: Mar 19, 2023, 10:57 PM

ছোট পর্দার অভিনেত্রী হলেন হিনা খান, কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই অনুগামীদের আলোচনায় থাকেন ছোট পর্দার অক্ষরা। অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংও করে থাকেন ৷ আর সেখানেও তিনি দারুণভাবে সক্রিয় । প্রায় সময়েই সোশাল মিডিয়ায় এসে ফ্যানেদের চমকে দেন হিনা ৷ নিজের নানান লুকের ছবি শেয়ার করে থাকেন অভিনেত্রী। অভিনেত্রীর বোল্ড ফটোশ্যুটের ছবিতে রীতিমতো ঘাম ছুটেছে অনুরাগীদের। সম্প্রতি হিনা এমনই তাক লাগানো ছবি শেয়ার করেছেন। দেখে নিন সেই ঝলক...

1/ 11
মোহময়ী চাহনি তাঁর ৷ প্রায়শই সোশাল মিডিয়ায় ভক্তদের জন্য ছবি উপহার দিয়ে থাকেন ৷ কখনও নীল, কখনও লাল, কখনও হলুদ তো কখনও আবার ব্ল্যাক লেডি হয়ে নজর কাড়েন নেটপাড়ায় ৷ হিনা তাঁর লুকের মায়ায় ভক্তদের হার্টবিট বাড়িয়ে তোলেন ৷ গতকাল তিনি যোগ দিয়েছিলেন আইকনিক গোল্ড অ্যাওয়ার্ডে ৷ সেখানেই নিজেকে কালো আউটফিট দিয়ে সকলের নজর কেড়ে নেন বিগ বস 11-এর এই রানার্স ৷ তাঁর গানের গলাও অসাধারণ ৷ টেলি অভিনেত্রী রোহিত শেট্টির ফিয়ার ফ্য়াক্টর শো খাতরোঁ কে খিলাড়ি অষ্টম পর্বেও হিনা প্রথম তিনেই শেষ করেছিলেন ৷ তবে তাঁর এই জনপ্রিয়তা মূলত এসেছে ইয়ে রিস্তা ক্যায়া কেহেলাতা হ্যায় সিরিয়ালের অক্ষরার চরিত্রে ৷ আট বছর একটানা 'ইয়ে রিস্তা কেয়া কহলাতা হ্যায়' ধারাবাহিকে কাজ করার পর হিনা এই ধারাবাহিক ছেড়ে অন্য ধারাবাহিকের সঙ্গে যুক্ত হন। 'কসৌটি জিন্দেগি কে' ধারাবাহিকের দ্বিতীয় পর্বে অভিনয় করেছিলেন হিনা।

Loading...