Mitthye Premer Gaan Song Launch: মুক্তি পেল 'মিথ্যে প্রেমের গান'-এর মিউজিক, কালো পোশাকে মোহময়ী ঈশা থেকে অনুষা
Published on: Jan 21, 2023, 3:37 PM IST |
Updated on: Jan 21, 2023, 3:37 PM IST
Updated on: Jan 21, 2023, 3:37 PM IST

এসে গেল পরমা নেওটিয়া পরিচালিত 'মিথ্যে প্রেমের গান' ছবির গান। এই ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা, অনুষা বিশ্বানাথন, সৌম্য মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। অর্জুন চক্রবর্তীকে দেখা যাবে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর ভূমিকায় এবং ঈশাকে ছবিতে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায় । শাস্ত্রীয় সঙ্গীত ও আধুনিক গানের দ্বন্দ্ব, ভালোবাসার লড়াই ও গানের নেশা, সর্বোপরি, প্রেম এবং বিচ্ছেদের নানা রঙের গল্প বলবে এই ছবি । এই ছবিতে একজন গীতিকার এবং স্বতন্ত্র সুরকার তথা সঙ্গীত শিল্পীর ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে । উল্লেখ্য, অনির্বাণ বাস্তবেও একজন দক্ষ সঙ্গীতশিল্পী। তার প্রমাণ মিলেছে 'শাহজাহান রিজেন্সি' এবং সদ্য মুক্তি প্রাপ্ত 'দিলখুশ' ছবিতে । তবে, এই ছবিতে গান গাননি তিনি। গান গেয়েছেন ঈশান মিত্র, রণজয় ভট্টাচার্য, মেখলা দাশগুপ্ত। সঙ্গীত পরিচালনায় কুন্তল দে, রণজয় ভট্টাচার্য, সৌম্য ঋত। ছবিটি মিউজিক্যাল লাভ স্টোরি জঁরের। আগামী 10 ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি। গান প্রকাশের সন্ধ্যায় হাজির ছিলেন ছবির সকল কলাকুশলী। সকলেরই পরনে কালো পোশাক। গানে গানে মেতে ওঠেন সকলে।
1/ 11
কালো পোশাকে মোহময়ী ঈশা থেকে অনুষা

Loading...