Disha Patani Stunning Pictures: 2 লক্ষের ন্যুড পোশাকে সোশালে ঝড় তুললেন দিশা পাটানি, চোখ ফেরানো দায়
Updated: Jan 22, 2023, 5:38 PM |
Published: Jan 22, 2023, 5:38 PM
Published: Jan 22, 2023, 5:38 PM

তিনি একাধারে বলিউড অভিনেত্রী ৷ অপরদিকে একজন ফ্যাশনিস্তাও বটে ৷ তিনি দিশা পাটানি ৷ সোশ্যাল মিডিয়ায় যাঁর রয়েছে বিশাল সংখ্যক ভক্ত ৷ এই মুহূর্তে ইনস্টাগ্রামে তাঁকে 50 মিলিয়নেরও বেশি মানুষ ফলো করেন ৷ আর তাঁর ফ্যাশন সেন্স সম্পর্কে কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ তবে দিশা বরাবরই বেশ সাহসী । সেটা দিশার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যায় ৷ বারবার সাহসী পোশাকে ভক্তদের মনে আগুন ধরান দিশা ৷ তিনি ছবি পোস্ট করতে ভালোবাসেন ৷ মালদ্বীপের সমুদ্র সৈকত থেকে জিম সেশনের হট অ্যান্ড হ্যাপেনিং অবতারে একাধিকবার ধরা দিয়েছেন তিনি ৷ শুধু গ্ল্যামারাস লুকে নয়, ঘাম ঝড়াতেও দেখা গিয়েছে দিশাকে ৷ তিনি যে ভীষণ ফিটনেসে মন দেন, তা বলাই বাহুল্য ৷ তাঁর ফিটনেসের প্রতি ভালবাসার ছবি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ফুটে ওঠে ৷ এই অভিনেত্রী অগস্ট 2013 সালে ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করেছিলেন ৷ আর এখন তিনি এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি অনুসরণ করা বলিউড সেলিব্রিটিদের মধ্যে একজন । সম্প্রতি দিশা 2 লক্ষ টাকারও বেশি মূল্যের একটি বডি হাগিং পোশাক পরে ছবি শেয়ার করেছেন ৷ যা ভক্তদের মন উথাল-পাতাল করে দিয়েছে ৷ দেখুন দিশার ভক্তদের মন জয় করা কিছু ছবির মিশেল ৷

1/ 11
দিশার ভক্তদের মন জয় করা কিছু ছবি ৷

Loading...