Shooting of Shabash Feluda: আসছে 'সাবাশ ফেলুদা', তার আগে শেষ ক'দিনের শ্য়ুটিংয়ের স্মৃতিতে ডুব অরিন্দমের
Updated: Mar 18, 2023, 2:19 PM |
Published: Mar 18, 2023, 2:19 PM
Published: Mar 18, 2023, 2:19 PM

আর কিছুদিন বাদেই জি5-এ আসতে চলেছে 'সাবাশ ফেলুদা' ৷ তার আগে শেষ কয়েক দিনের শ্য়ুটিংয়ের কিছু স্মৃতি দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক অরিন্দম শীল ৷ অবশ্য় শ্যুটিং শুরুর দিনেও ফেলুদা প্রেমীদের খবর দিতে ভোলেননি তিনি ৷ এবার শ্যুটিংয়ের শেষ কয়েকটি মুহূর্তও ভাগ করে নিলেন তিনি ।

1/ 12
তাঁর ফেলুদা হিসাবে অরিন্দম বেছে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্য়ায়কে । তাঁর সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষের মতো অভিনেতারা । তোপসের ভূমিকায় ঋতব্রত মুখোপধ্যায় । বেশ কিছুদিন আগেই শুরু হয়েছিল এই সিরিজের কাজ । এবার শ্যুটিং এসে পৌঁছেছে একেবারে শেষ পর্যায়ে । আর কিছুদিনের মধ্য়েই দর্শকের দরবারে হাজির হবেন ফেলুদা । তার আগে শেষ কয়েকদিনের শ্য়ুটিংয়ের কিছু ঝলক শেয়ার করলেন পরিচালক । শনিবার বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি । ফেলুদার বেশকিছু ক্লোজআপ ছবিও এদিন শেয়ার করেছেন তিনি । এখন দর্শকদের মন কতখানি জয় করে নিতে পারেন নতুন ফেলুদা সেটাই দেখার । অতীতে ব্যোমকেশকে নিয়ে সিনেমা করে সাফল্য লাভ করা পরিচালক এবার ফেলুদা বানাতে গিয়েও সফল হন কি না সেটাও দেখার ।

Loading...