Big Boss 16: 'তৈরি থাক ভালো কিছু অপেক্ষা করছে', প্রিয়াঙ্কার বড়পর্দায় আত্মপ্রকাশের ইঙ্গিত ভাইজানের গলায়

Big Boss 16: 'তৈরি থাক ভালো কিছু অপেক্ষা করছে', প্রিয়াঙ্কার বড়পর্দায় আত্মপ্রকাশের ইঙ্গিত ভাইজানের গলায়
বলিউডের ভাইজানের (Salman Khan) হাত ধরেই কি তাহলে বড় সুযোগ প্রিয়াঙ্কার (Priyanka Choudhary) ? সঞ্চালক বললেন, প্রিয়াঙ্কা বাইরে এস, তোমার জন্য আমার তরফ থেকে কিছু অপেক্ষা করছে ৷ আর এই 'কিছু' কী তা জানা যায় প্রিয়াঙ্কার একটি ফ্যান পেজ থেকে ৷ কী লেখা রয়েছে তাতে?
মুম্বই, 23 জানুয়ারি: প্রিয়াঙ্কা চাহার চৌধুরী নামটা এখন কারও কাছে অজানা নয় ৷ রিয়ালিটি শো বিগ বস 16-এ তিনি নিজেকে যেভাবে মেলে ধরেছেন তাতে নেটিজেনদের কাছে চর্চিত নাম প্রিয়াঙ্কা ৷ গতকাল গিয়েছে উইকেন্ড কা বার (BB 16 Weekend Ka Vaar) ৷ সেখানে সঞ্চালক সলমন খান জানিয়েছেন বিগ বসের ঘরে প্রিয়াঙ্কা নিজেকে যেভাবে ফুটিয়ে তুলছেন, আপাতদৃষ্টিতে তা দেখে মুগ্ধ তিনি ৷ এরপরই সলমন প্রিয়াঙ্কাকে বলছেন "শো শেষ হওয়ার পরে তার জন্য কিছু রয়েছে।" আর তারপরই প্রিয়াঙ্কার একটি ফ্যান পেজ থেকে করা টুইটে কিছুটা পরিষ্কার হয়ে যায় পুরো ব্যাপারটা ৷
বিগ বস 16'র উইকেন্ড কা বার পর্বে সুপারস্টার সলমন খান ইঙ্গিত দিয়েছেন যে প্রতিযোগী প্রিয়াঙ্কা চৌধুরীর বলিউডে আত্মপ্রকাশ হতে পারে শীঘ্রই। আর সেটা তাঁরই হাত ধরে ৷ উল্লেখ্য, প্রিয়াঙ্কাকেই সব থেকে বেশি নিশানা করা হয় বিগ বস হাউজে। পান থেকে চুন খসলে অন্যান্য প্রতিযোগীরা তাঁর পিছনে লেগে থাকেন। কয়েকদিন আগে বিগবসের এই প্রতিযোগী শেষমেশ তাঁর আবেগকে ধরে রাখতে না-পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন ৷ তাঁকে এভাবে কাঁদতে দেখতে ভক্তরাও রেগে গিয়ে দোষ দিয়েছিলেন সঞ্চালক সলমন খান এবং চ্যানেলের কর্মকর্তাদের উপর। কারণ সলমনকে প্রায়শই শো'তে প্রিয়াঙ্কাকে তাঁর খেলার জন্য গাইড করতে যেমন দেখা গিয়েছে তেমনই প্রিয়াঙ্কাকে কটূক্তিও কম করেননি তিনি ৷
-
Finally Salman Speak And Clear She's Sign New Movie Under SKF PRODUCTION 💥💫
— Priyanka Chahar Choudhary (@VivekCh79500929) January 22, 2023
Salman Said "once you come out I have something for you Tyaar Raho"#PriyankaChaharChoudhary #BiggBoss16 #BBQueenPriyanka pic.twitter.com/6AewU0yihT
আরও পড়ুন: ভারতীর ছেলেকে পানভেলের ফার্মহাউজ গিফট দিলেন সলমন
এমনকী ভাইজান দিনকয়েক আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন যে, তিনি যদি তাঁর মনোভাব পরিবর্তন না-করেন তবে তিনি কোনও কাজ পাবেন না। তা অবশ্য প্রিয়াঙ্কার কিছু ব্যবহারের জন্য ৷ কিন্তু বেশিরভাগ সময় প্রিয়াঙ্কাকে সলমন খান অন্য প্রতিযোগীদের থেকে আলাদা করে দেখেছেন ৷ বারবার তাঁকে বলতে শোনা গিয়েছে, যে তিনি একটি সম্পূর্ণ প্যাকেজ এবং সিনেমায় শীর্ষস্থানীয় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার দাবিদার। প্রিয়াঙ্কা হলেন এই শো'য়ের অন্যতম শক্তিশালী প্রতিযোগী যাকে সম্ভাব্য বিজয়ী হিসাবে দেখছেন বিগ বস ও প্রিয়াঙ্কার ভক্তকুল। এর পাশাপাশি প্রাক্তন প্রতিযোগী সাজিদ খানও ভবিষ্যতে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে চান ও তাঁকে তাঁর সিনেমাতে কাস্ট করতে চান ৷ গত পর্বে সলমনের এই কথা, "বাইরে এস, তোমার জন্য কিছু অপক্ষা করছে" এই কথাটি শোনার পর প্রিয়াঙ্কা ও প্রতিযোগী অর্চনা গৌতম আলোচনায় পরিষ্কার যে সলমনের প্রযোজিত কোনও 'ফিল্ম' প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করছে পরবর্তীতে।
