Swastika Shovan Music Video: গানে শোভন, মিউজিক ভিডিয়োয় ধরা দিলেন স্বস্তিকা
Updated on: Jan 26, 2023, 4:47 PM IST

Swastika Shovan Music Video: গানে শোভন, মিউজিক ভিডিয়োয় ধরা দিলেন স্বস্তিকা
Updated on: Jan 26, 2023, 4:47 PM IST
এবার জুটি বাঁধলেন শোভন-স্বস্তিকা ৷ তবে একজন পর্দার ওপারে একজন এপারে ৷ মুক্তি পেল তাঁদের নতুন মিউজিক ভিডিয়ো 'একা বসে থাকি' (new music video of Swastika and Shovan is coming soon) ৷
কলকাতা, 26 জানুয়ারি: শোভন-স্বস্তিকার রিয়েল জুটি এবার এল নতুন মিউজিক ভিডিয়োতে (Swastika Shovan Music Video Eka ose Thaki)। যদিও ভিডিয়োতে দেখা মেলেনি শোভনের । তবে সঙ্গীতের দায়ভার পুরোটাই তো তাঁর কাঁধে । অভিনয়ে রয়েছেন স্বস্তিকা । গানটি শোভন তৈরি করেছেন আজ থেকে প্রায় এক বছর আগে । সব গানই তিনি বানিয়ে সবার আগে শোনান বিশেষ বন্ধু স্বস্তিকাকে । অনেকদিন ধরেই দু'জনে ভাবছিলেন এই গানটি নিয়ে আসবেন সকলের জন্য। নানা ব্যস্ততায় হয়ে উঠছিল না । এবার সামনে এল এই গান ৷
এই গানের ভাবনা ও পরিকল্পনায় স্বস্তিকা । সাদা পোশাকে একেবারে ছিমছাম লুকে গানটিতে ধরা দেন স্বস্তিকা (Music Video Eka bose thaki)। কলকাতার নানা জায়গায় হয়েছে এই ভিডিয়োর শুটিং। শুটিংয়ের পুরো জার্নিতে স্বস্তিকার সঙ্গে ছিলেন শোভন । 'একা বসে থাকি' শীর্ষক গানটি সম্প্রতি আশা অডিয়োর ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে । গানটি লিখেছেন প্রলয়, আয়োজনে অর্ণব এবং শোভন, মিক্স অ্যান্ড মাস্টারিং-এ শমিক গুহ রায়, ভিডিয়োগ্রাফি এবং গল্প নির্মাণে বাউন্ডুলে টিম, প্রোমো এবং টিজার বানিয়েছেন তমাল দুয়ারি ।
আরও পড়ুন: শাহরুখে মুগ্ধ অনুরাগ থেকে করণ, বলিউডের পাশাপাশি পাঠানে কাবু দক্ষিণও
গান প্রসঙ্গে শোভন বলেন, "স্বস্তিকা আমার গানের সেরা বিশ্লেষক। আমার সব গানই আমি তৈরি করে ওকে পাঠাই।"এরপরে কি কখনও দু'জনকে একসঙ্গে পর্দায় দেখা যাবে? শোভন বলেন, "না-আমি গানটাই গাইতে চাই । অভিনয়ের ইচ্ছা নেই ।"
স্বস্তিকার মতেও, শোভনকে গানেই বেশি মানায়। ওঁর কণ্ঠটাই বেঁচে থাক। প্রসঙ্গত, শোভন আর স্বস্তিকার প্রেমকাহিনি ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির বাইরেও সকলেরই জানা । আর দু'জনে এই প্রথম জুটি বাঁধলেন কোনও কাজের জন্য় । ফলে, দু'জনেই দারুণ উত্তেজিত । সেই উত্তেজনা
