Residence of Uday Shankar: প্রয়াত কিংবদন্তি উদয় শঙ্করের বাড়িতে তৈরি হল ক্যাফে, গানে-গল্পে জমবে আড্ডা

author img

By

Published : May 29, 2023, 7:33 PM IST

Residence of Uday Shankar

কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্করের বাড়িতে তৈরি হল এক দারুণ কফি শপ ৷ গানে গানে রোজ জমবে আড্ডা ৷

কলকাতা. 29 মে: উদয় শঙ্কর সরণির ফিল্ম সার্ভিস স্টুডিয়ো। সকলের কাছেই খুব চেনা একটি ঠিকানা। এক সময় এই বাড়িতে থাকতেন প্রয়াত কিংবদন্তি নৃত্যশিল্পী উদয় শঙ্কর । তবে সেই এখন ব্যবহৃত হচ্ছে বাড়িটি নানা কাজে । এই বাড়িতেই রয়েছে এডিটিং স্টুডিয়ো, অডিয়ো রেকর্ডিং স্টুডিয়ো, ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফটোগ্রাফি ইত্যাদি । এছাড়া এই বাড়িতেই আবার রয়েছে অরিন্দম গঙ্গোপাধ্য়ায় এবং খেয়ালী দস্তিদারের অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান । সুতরাং প্রতিদিন বহু মানুষের আনাগোনা হয় বাড়িটিতে । আর সেই কথা মাথায় রেখেই এবার এই বাড়িতেই গড়ে উঠল একটি কফি শপ ।

আর এতে কলকাতা শহরেই মিলতে পারে দার্জিলিঙের আমেজে । কারণ, এই ক্যাফেতে মিলবে নানান রকমের অভিনব দার্জিলিং চা । শুধু কি চা? মিলবে নানা রকমের ইতালিয়ান থেকে কন্টিনেন্টাল খাবারদাবারও । এই উপলক্ষে 'ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফটোগ্রাফি ' সভ্যদের এক ফটোগ্রাফি প্রদর্শনীরও আয়োজন করা হয় ৷ যার উদ্বোধন হয়ে গেল 28 মে ।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার লোকগানে অনুষ্ঠান জমালেন বীরভূমের গিরিশ দাস বাউল । ক্যাফের কর্ণধার রাজকল্যাণ রায় বলেন, "এমন এক সাংস্কৃতিক পরিমণ্ডলে এই ক্যাফেতে এখন সপ্তাহে তিন দিন বিভিন্ন ধরনের গানের আয়োজন করা হবে ৷ এছাড়া কবিতা আর আলাপচারিতায় মুখরিত থাকবে এই ক্যাফে । এই অনুষ্ঠানে অংশ নেবেন সব ধারার গানের শিল্পীরা । "

Residence of Uday Shankar
গান আর চিত্র শিল্পের প্রদর্শনী মিলে জমে উঠল আড্ডা

আরও পড়ুন:মুক্তি পেল আদিপুরুষ ছবির নতুন গান 'রাম সিয়া রাম'

এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাকাডেমি অফ ফোটোগ্রাফির কর্ণধার তথা স্বনামধন্য আলোকচিত্র শিল্পী মধু সরকার ৷ তাঁর সঙ্গে ছিলেন সঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, কাজী কামাল নাসের, মেহুলি ঠাকুর, সঙ্গীত পরিচালক চন্দন রায়চৌধুরী, তবলাশিল্পী দীপঙ্কর আচার্য, বাচিকশিল্পী দেবাশিস বসু, অভিনেত্রী খেয়ালী দস্তিদার, চিত্র পরিচালক সৌভিক মিত্র, অরুণ রায় ও রাজীব মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । অনেক সৃজনশীল ভাবনারই একসময় প্রতিষ্ঠান হয়ে উঠেছিল কফি হাউস ৷ উদ্যোক্তারা নিশ্চয় চাইবানে এই কফি শপটিও ভরে উঠুক তেমন মানুষদের ভিড়েই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.