The Archies Cast : আর্চিসের জগতে সুহানা-খুশি-অগস্ত্য ; শুভেচ্ছা বিগ-বির, আত্মহারা গৌরী

The Archies Cast : আর্চিসের জগতে সুহানা-খুশি-অগস্ত্য ; শুভেচ্ছা বিগ-বির, আত্মহারা গৌরী
জোয়া আখতারের হাত ধরে ছবির জগতে পা রাখতে চলেছেন মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, কিং খান কন্যা সুহানা খান এবং বনি কাপুর এবং শ্রীদেবীর কন্য়া খুশি কাপুর (The Archies cast)৷ সামনে এল অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ৷
হায়দরাবাদ, 14 মে : পরিচালক জোয়া আখতারের হাত ধরে অভিনয় জগতে পা রাখতে চলেছেন মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শাহরুখ খান কন্যা সুহানা খান এবং বনি কাপুর ও শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর (The Archies cast) ৷ জোয়ার এই নতুন প্রজেক্টের নাম 'দ্য আর্চিস' ৷ আজ নিজেই তাঁর স্টার কাস্টদের সঙ্গে দর্শকের আলাপ করিয়ে দিয়েছেন জোয়া ৷
ইনস্টা পোস্টে তিনি লেখেন, "এখানে ওল্ড স্কুল বলে কিছু নেই ৷ নতুন গ্যাংয়ের হাত ধরেছি কারণ খুব তাড়াতাড়ি নেটফ্লিক্সে আসছে 'দ্য আর্চিস' ৷" এই ছবিতে স্টারকিডসদের পাশাপাশিই দেখা যাবে মিহির আহুজা, বেদাং রায়না এবং যুবরাজ মেন্ডাকে । এই প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে আগেই প্রযোজক রীমা কাগতি বলেছিলেন, "আমি ষাটের দশকের ভারতের একটি লাইভ অ্যাকশন মিউজিক্যালকে রিবুট করতে চাই ৷ আর এটাই টাইগার বেবির প্রথম সোলো প্রজেক্ট তাই এটা আরও স্পেশাল ৷"
আরও পড়ুন : মুক্তি পেল শিলাদিত্যের ছবি 'হৃদপিণ্ড', প্রিমিয়ারে তারকার ঢল
'দ্য আর্চিস'-এর প্রিয় কমিক চরিত্রগুলির সঙ্গে এবার রূপোলি পর্দায় পরিচয় ঘটতে চলেছে দর্শকদের ৷ এই প্রোজেক্টটির প্রযোজনার দায়িত্ব রয়েছে টাইগার বেবি ফিল্মসের ওপর ৷ অ্যানাউন্সমেন্ট ভিডিয়োতেই দেখা যায় পিরিয়ড ড্রামার উপযুক্ত ভাবেই সাজিয়ে তোলা হয়েছে প্রত্য়েকটি চরিত্রকে ৷ আগামি বছর অর্থাৎ 2023 সালে পর্দায় আসতে চলেছে এই ছবি ৷
