Controversy on Cannes red carpet : কান-এর মঞ্চে শান্তির দাবিতে প্রতিবাদী নারী, রক্তে রাঙালেন নিজের হাত-মুখ

author img

By

Published : May 23, 2023, 2:08 PM IST

কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে বিতর্ক । যুদ্ধ বিধ্বংসী ইউক্রেনের ছায়া লাল গালিচায় । প্রতিবাদী মহিলাকে বার করে দেওয়া হল অনুষ্ঠানস্থল থেকে।

হায়দরাবাদ, 23 মে: গ্ল্যামার আর বিতর্ক একে অপরের পরিপূরক । তারকাজ্জ্বল লাল গালিচাও বাদ যায়নি তা থেকে । কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে বিধ্বংসী ইউক্রেনের ছায়া। কিছু না বলেও যে অনেক কিছু বলা যায় রবিবার তাই প্রমাণ করেছেন একজন মহিলা । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো ।

শুরু হয়ে গিয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল । ইতিমধ্যেই হলিউড-বলিউড অনেক তারকাই রেড কার্পেটে নিজেদের স্টাইল স্টেটমেন্ট তুলে ধরেছেন । বিশেষ বিশেষ পোশাকে স্পেশাল মুহূর্ত গুলো ক্যাপচার করেছেন পাপারাৎজিরা । তবে রবিবারের রেড কার্পেট অন্যদিনের থেকে একটু আলাদাই নজর কাড়ে । শুধু নজর কাড়ে বলা ভুল হবে, বিতর্কের সূত্রপাত ঘটায় ।

রবিবার কানের লাল গালিচায় এক সুন্দরী মহিলাকে দেখা যায় । তবে তার পোশাক ছিল অন্যরকম । তিনি পরেছিলেন ইউক্রেনের জাতীয় যে রঙ সেই রঙের পোশাক । এই রঙকেই তিনি বেছে নিয়েছেন প্রতিবাদের ভাষা হিসাবে । অ্যাসিডের স্ক্রিনিংয়ের দিন তিনি নীল-হলুদ রঙের পোশাক পরে ক্যামেরার সামনে আসেন । ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এরপর ওই মহিলা সিঁড়ি ধরে ওপরে উঠতে থাকেন । কিছু বোঝার আগেই তিনি তাঁর পোশাকের ভিতর থেকে লাল রঙের বড় ক্যাপসুল বের করেন এবং সেই বেলুন ফাটিয়ে তা গায়ে গায়ে-হাতে মাখেন ক্যামেরার সামনে হাসিমুখ করে ।

  • A woman wearing a dress the color of the Ukrainian flag at the Cannes Film Festival spilled fake blood on her to draw attention to the Russian invasion of Ukraine pic.twitter.com/VOap2CSnas

    — Vega (@Vega12991453) May 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনা নজরে আসতেই শুধু ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠেনি । মুহূর্তে পরিস্থিতি সামলা দিতে এগিয়ে আসেন নিরাপত্তারক্ষীরাও । তাঁকে ধরে নিয়ে নিচে নামিয়ে আনেন । তাতেই সেই প্রতিবাদী মহিলা ক্ষান্ত না হলে, তাঁকে একেবারে ধরে নিয়ে বাইরে বের করে দেন । পুরো ঘটনাটি ভিডিয়ো সোশাল মাধ্যমে ভাইরাল হতেই নেটিজেনরা মন্তব্য করতে পিছুপা হননি । একজন লিখেছেন, খুব ভালো কাজ করেছেন । অপর এক নেটিজেন মন্তব্য করেছেন যে তাঁকে কান-এর রেড কার্পেটে অসাধারণ লাগছে ।

আরও পড়ুন: 'কান চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়', সোশাল মিডিয়ায় সরব পরিচালক নন্দিতা দাস

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হয়েছিল । সেই যুদ্ধ বহু নিরীহ মানুষের প্রাণ কেড়েছে। যুদ্ধের সেই আঁচ আজও বর্তমান । এই বছর জাপানের হিরোশিমাতে জি 7 সামিটেও সদস্যবৃন্দরা রাশিয়াকে যুদ্ধের আবহ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আবেদন জানিয়েছিল । পাশাপাশি বলা হয়েছিল, কোনওরকম শর্ত ছাড়াই ইউক্রেনের মাটি থেকে সমস্ত মিলিটারি তুলে নিতে ও যুদ্ধ সামগ্রী তুলে নিতে বলা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.