Gaslight Trailer: একটি খুন, সন্দেহের ঘেরাটোপে প্রচুর চেনামুখ, কী করবেন সারা?
Published: Mar 14, 2023, 8:25 PM


Gaslight Trailer: একটি খুন, সন্দেহের ঘেরাটোপে প্রচুর চেনামুখ, কী করবেন সারা?
Published: Mar 14, 2023, 8:25 PM
মুক্তি পেল সারা আলি খানের নতুন প্রজেক্ট 'গ্যাসলাইট'-এর ট্রেলার ৷ এই থ্রিলার ওটিটিতে মুক্তি পেতে চলেছে আগামী 31 মার্চ (Sara Ali Khan Gaslight Trailer Out)৷
হায়দরাবাদ, 14 মার্চ: সারা আলি খানের নতুন প্রজেক্ট 'গ্যাসলাইট' নিয়ে এই মুহূর্তে ফ্যানেদের আগ্রহ তুঙ্গে ৷ মঙ্গলবার মুক্তি পেল কাহিনির ট্রেলার (Sara Ali Khan Gaslight Trailer Out)৷ পবন কৃপালানি পরিচালিত এই কাহিনিটি গড়ে উঠেছে একটি মৃ্ত্যু রহস্যকে কেন্দ্র করে ৷ এখানে গল্পের কেন্দ্রে রয়েছেন সাারা ৷ সারা অভিনীত চরিত্রটি দাদুর চিঠি পেয়ে তার দেশের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে আসে ৷ কিন্তু এসে থেকে দাদুর কোনও খোঁজ মেলে না ৷ পরিবারের অন্যরা কেউই তাকে দাদুর সঠিক খোঁজ দিতে পারেনা ৷
এরপর একসময় সে আবিষ্কার করে তার দাদুকে খুন করা হয়েছে ৷ সারা কী নিজেও এই কু চক্রীদের পাল্লায় পড়ে প্রাণ হারাবে নাকি অন্য় কোনও উপায়ে সে এই রহস্যের জাল কেটে বেরিয়ে আসতে পারবে? আর দাদুর খুনিই বা কে? সেকথাই বলবে এই থ্রিলার ৷ সারার এই নতুন প্রজেক্ট নিয়ে আগ্রহের অন্ত নেই তাঁর অনুরাগীদের মধ্য়ে ৷ তাঁর সঙ্গেই এই গল্পে অভিনয় করেছেন বিক্রান্ত মেসি, চিত্রাঙ্গদা সিংহ-সহ আরও অনেকে ৷
ছবিটি প্রযোজনা করেছে টুয়েলভথ স্ট্রিট ফিল্মস এবং টিপস ফিল্মস ৷ ডিজনি প্লাস হটস্টারে আগামী 31 মার্চ আসতে চলেছে এই সাইকোলজিক্যাল থ্রিলার ৷ সারা নিজেই শেয়ার করেছেন তাঁর এই আসন্ন প্রজেক্টের ট্রেলার ৷ গতকাল ট্রেলার মুক্তির কথা জানিয়ে তিনি লিখেছিলেন, 'একটা খুন, সন্দেহে ঘেরাটোপে বহুজন এবং চুড়ান্ত অবিশ্বাস ৷' অর্থাৎ ট্রেলার মুক্তির আগেই কাহিনির মূল স্তম্ভগুলি সকলের সামনে তুলে ধরেছিলেন নির্মাতারা ৷
আরও পড়ুন: অঞ্জনের 'সেভেন' এ কেমন চরিত্রে অঙ্কিতা ?
আজ 2 মিনিট 15 সেকেন্ডের ট্রেলারেও একই আভাস মিলেছে ৷ খুন, রক্তপাত, পরতে পরতে রোমাঞ্চ এই কাহিনির মূল ভিত্তি হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ সারার হাতে আরও বেশ কতকগুলি প্রজেক্ট রয়েছে এই মুহূর্তে ৷ যেমন সারাকে আগামিদিনে দেখা যাবে দেশপ্রেমী ঊষা মেহেতার চরিত্রে ৷ ছবির নাম 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ৷ আবার লক্ষণ উটেকরের ছবিতে ভিকি কৌশলের সঙ্গেও পর্দায় জুটি বাঁধতে চলেছেন তিনি ৷
