James Cameron on Avatar 2: 'অবতার 2'-এর চিত্রনাট্যে কেন লাগল 13 বছর, জানালেন জেমস ক্যামেরন

author img

By

Published : Sep 23, 2022, 6:22 PM IST

James Cameron on Avatar 2

ঠিক 13 বছর বাদে 'অবতার 2'-এর চিত্রনাট্য সামনে আনলেন পরিচালক জেমস ক্যামেরন ৷ কেন লাগল এতটা সময় ? পরিচালক জানালেন, চিত্রনাট্য ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি (James Cameron Avatar 2 Script) ৷

ওয়াশিংটন, 23 সেপ্টেম্বর: ঠিক 13 বছর বাদে 'অবতার 2'-এর চিত্রনাট্য সামনে আনলেন পরিচালক জেমস ক্যামেরন ৷ 2009 সালে সামনে এসেছিল অবতার ৷ তবে কেন এতটা সময় লাগল দ্বিতীয় ভাগ লিখতে (Avatar 2 movie release date) ৷ পরিচালক সম্প্রতি 'অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার' অর্থাৎ 'অবতার 2'-এর জন্য তিনি যে চিত্রনাট্য লিখেছিলেন তা তিনি সম্পূর্ণ ছিঁড়ে ফেলে দেন ৷ এই এতগুলি বছর তিনি যে চিত্রনাট্যের জন্য় পরিশ্রম করেছেন তা কোনও দিন দিনের আলো দেখবে না (Avatar 2 movie latest news) ৷

ক্যামেরন বলেন, "যখন আমি লেখকদের সঙ্গে 'অবতার 2'-এর চিত্রনাট্যের কাজ শুরু করতে বসেছিলাম, তখন আমি বলেছিলাম প্রথমটা কেন এত ভাল হয়েছে তা বুঝতে না-পারলে আমরা কোনওদিনই পরেরটা নিয়ে কাজ করতে পারব না । আমাদের অবশ্যই সেই কোডটি ক্র্যাক করতে হবে যে আগে কী ঘটেছে (James Cameron latest interview) ।"

তিনি আরও বলেন, "সমস্ত ফিল্মই বিভিন্ন স্তরে প্রভাব তৈরি করে । প্রথমটি হল সারফেস, যার অর্থ চরিত্র, সমস্যা এবং রেজোলিউশন । দ্বিতীয়টি হল বিষয়ভিত্তিক । অর্থাৎ সিনেমাটি কী বলতে চাইছে? অবতার তৃতীয় স্তরের ক্ষেত্রেও প্রভাব বিস্তার করেছে অর্থাৎ অবচেতন ৷ আমি সিক্যুয়েলের জন্য একটি সম্পূর্ণ চিত্রনাট্য লিখেছিলাম ৷ কিন্তু এটা পড়ে যখন বুঝতে পারলাম এটি তৃতীয় স্তরে পৌঁছায়নি । ফলে আবার নতুন করে কাজ শুরু করি ৷ তাতে এক বছর লেগেছে (James Cameron Avatar 2 Script) ।"

ক্য়ামেরন আগেও জানিয়েছিলেন, তাঁর বিশ্বাস 'অবতার' বিশ্বব্যাপী বক্স-অফিসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে ৷ তার কারণ এটি সেই তৃতীয় স্তরটিকে ছুঁতে পেরেছে । গত বছরের 'দ্য মারিয়েন উইলিয়ামসন পডকাস্ট' শো চলাকালীন এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি যে সংবেদনশীলতার কথা তুলে ধরেন তা হল তাঁর বিশ্বাস এই ছবিটি কোথাও না কোথাও একটি গভীর সংযোগ স্থাপন করতে পেরেছে ৷ তা সে উড়ে বেড়ানোর ক্ষেত্রেই হোক যা আপনার মনে একটি স্বাধীনতার বোধের জন্ম দেয় কিংবা জঙ্গলের ক্ষেত্রে ৷ জঙ্গলও আপনার কাছে পৃথিবীর এক আদিম গন্ধ বয়ে আনে ৷ তাঁর কথায়, "এটাই ছিল প্রথম চলচ্চিত্রের আধ্যাত্মিকতা ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: সামনে এল হুমা, সোনাক্ষীর নতুন ছবি 'ডাবল এক্স এল' এর টিজার

এমনকী এই চিত্রনাট্যটি লেখার জন্য দলের লোকেদের বরখাস্ত করার হুমকি দিতেও ভোলেননি তিনি ৷ ক্যামেরন আরও বলেন, "যখন আমি সিক্যুয়েল লিখতে বসেছিলাম, আমি জানতাম যে আমরা তিনটে চিত্রনাট্য লিখতে চলেছি ৷ আর অবশেষে এটা চারটেতে পরিণত হয় ৷ আমি লেখকদের একত্রিত করে বলেছিলাম, 'আমি কারও কথা শুনতে চাই না। কোনও নতুন কনসেপ্টও না ৷ যতক্ষণ না আমরা প্রথম ফিল্মে কোন বিষয়টি কাজ করেছে ? কেন এটা কাজ করেছে তা খুঁজে বের করতে পারছি । তাঁরা নতুন গল্প নিয়েও কথা বলতে চেয়েছিলেন । আমি বলেছিলাম, 'আমরা এখনও সেটা করছি না ।' অবশেষে, আমাকে তাঁদের সবাইকে বরখাস্ত করারও হুমকি দিতে হয়েছিল কারণ তাঁরা যা করেন, তা হল নতুন গল্প তৈরি করার চেষ্টা করা। আর আমার কথা হল, 'আমাদের বুঝতে হবে মূল সংযোগটি কী ছিল এবং এটিকে রক্ষা করতে হবে ৷ "

আরও পড়ুন: খোয়াবো কি শেহজাদি...ঊর্বশীর রূপে মোহিত নেটপাড়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.