Rathijit New Song Saronashi : এবার কলম ধরলেন সারেগামাপা খ্যাত রথীজিৎ, হাজির প্রথম গান 'সর্বনাশী'

author img

By

Published : May 19, 2022, 9:33 AM IST

Rathijit New Song Saronashi

বহু বছর ধরে সারেগামাপা-র মঞ্চে নতুন ট্যালেন্টদের গ্রুমিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন সঙ্গীত শিল্পী, সুরকার রথীজিৎ ভট্টাচার্য । হাজির হল তাঁর নতুন মিউজিক্যাল শর্ট 'সর্বনাশী' (Rathijit Bhattacharya Debut as a Lyricist) ।

কলকাতা, 19 মে : এতদিন পর্যন্ত জনপ্রিয় শো 'সারেগামাপা'-তে ভাবি গায়কদের গ্রুমিংয়ের দায়িত্ব ছিল রথীজিৎ ভট্টাচার্যের ওপর ৷ একসময় নিজেই ছিলেন প্রতিযোগী তারপর যুক্ত হয়ে পড়েন গ্রুমার হিসাবে ৷ এবার তিনি হাজির ভরপুর প্রেমের গান 'সর্বনাশী' নিয়ে । রথীজিৎ প্রেমে বাঁচেন । কিন্তু ওঁর প্রেমে কে সর্বনাশ ঘটালো যে তাঁকে লিখতে হল 'সর্বনাশী' (Rathijit Bhattacharya Debut as a Lyricist)? খোলসা করলেন রথীজিৎ নিজেই ।

তিনি বলেন, "আমার স্ত্রী শ্রেয়ার জন্যই এই গানটা আমার বাঁধা । ওঁর জন্য সমস্ত সর্বনাশ আমি মাথা পেতে নিতে পারি । ও-ই আমার জীবনে সর্বনাশী । আমি প্রথমে সুর ভাজি । সুর তৈরি করার পর গানের কথার জন্য লিরিসিস্টকে ফোন করি । কিন্তু উনি সেইসময় ব্যস্ত থাকায় আমি নিজেই একটা স্ক্র্যাচ লিরিক্স লিখে ফেলি ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি আরও বলেন, "আমি যে ভাষায় প্রেম করি, একদম সেই সহজ ভাষাতেই গানটা লিখে ফেললাম । পরে গানটা সবাই শুনে বলে এই লেখাটাই থাক । এইভাবেই 'সর্বনাশী' তৈরি হল ।"এই 'সর্বনাশী' দিয়েই তাঁর গান লেখার হাতেখড়ি ।

আরও পড়ুন : নিউটাউনে এই প্রথমবার সর্বজনীন দুর্গোৎসব

গানটি সদ্যই মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেলে । এটি একটি মিউজিক্যাল শর্ট ফিল্ম । গোটা গানটির শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে । পরিচালনার দায়িত্বে ছিলেন আয়ুষ্মান গোস্বামী । মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন নবাগত রিষ্টি এবং মৃগাঙ্ক । রথীজিৎ 'রথীজিৎ ভোকাল আর্ট' নামে নিজের মিউজিক লেবেলও তৈরি করেছেন । এই মিউজিক লেবেলের মাধ্যমেই 'সর্বনাশী' মানুষের কাছে পৌঁছে যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.