Niharika Cultural Event : বছরের শুরুতেই অভিনব সাংস্কৃতিক সন্ধ্যা কল্লোলিনী কলকাতায়

author img

By

Published : Apr 19, 2022, 1:26 PM IST

Niharika Cultural Event

বিদায় নিল 1428 । নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য ও নতুন কিছু আশা নিয়ে পথ চলা শুরু 1429 বঙ্গাব্দের ৷ এই নববর্ষের দিনে এক প্রযোজনা সংস্থা আয়োজন করল 'নীহারিকা' এক ভিন্নধর্মী অনুষ্ঠানের (Niharika Cultural Event ) । উপস্থিত একঝাঁক তারকা ৷

কলকাতা, 19 এপ্রিল : বছরের শুরুতেই এক অভিনব সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী রইল কল্লোলিনী কলকাতা । সুখ-দুঃখ, ওঠা-পড়া, হাসি-কান্নার মধ্যে দিয়ে বিদায় নিল 1428 । নতুন স্বপ্ন , নতুন লক্ষ্য ও নতুন কিছু আশা নিয়ে পথ চলা শুরু 1429-এর (Niharika Cultural Event )। নববর্ষের দিনে এক প্রযোজনা সংস্থা আয়োজন করে এক ভিন্নধর্মী অনুষ্ঠানের । 'নীহারিকা' নামের এই অনুষ্ঠানে পরিবেশিত হয় শাস্ত্রীয় সঙ্গীত ।

উল্লেখ্য, এই শাস্ত্রীয় সঙ্গীতের মূল রয়েছে অনেক গভীরে ৷ বৈদিক যুগ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা শুরু হয় ৷ এই অনুষ্ঠানে সাবেকিয়ানা এবং আধুনিকতার মেলবন্ধনের মধ্যে দিয়ে প্রাচীন ঐতিহ্য ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বাঁচিয়ে রাখার ঐকান্তিক প্রচেষ্টা করা হয় । রবীন্দ্র সঙ্গীতের উপর একটি মিউজিক ভিডিয়োও প্রকাশিত হয় সংস্থার তরফে । নতুন কিছু সূচনা করার আগে আবাহন করা হয় সিদ্ধিদাতা গণপতিকে । এখানেও বিনায়ক বন্দনা করা হয় ভারতনাট্যম নৃত্য শিল্পীদের একটি অসাধারণ উপস্থাপনার মধ্য দিয়ে । পাশাপাশি পরিবেশিত হয় কত্থকও । সাবেকিয়ানা আর আধুনিকতার মেলবন্ধনে মাধ্যমে পরিবেশিত হয় কত্থকের বোল এবং সরগম।

Niharika Cultural Event
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়ও

চমকের শেষ এখানেই নয়, ১৯৬০-এ স্বনামধন্য শাস্ত্রীয় সঙ্গীত সম্রাজ্ঞী বেগম আখতারের বিখ্যাত ঠুমরি "জোছনা করেছে আড়ি আসে না আমার বাড়ি"র সঙ্গে রেট্রো লুকে র‍্যাম্পে হাঁটেন ছয়জন বঙ্গললনা- মাধবীলতা মিত্র, শুভনিতা পাল, ডিম্পি ঘোষ, ঈষিকা দত্ত, মৌবনী সরকার এবং স্নেহা ঘোষাল । কখনও ঘাগরা-চোলিতে আবার কখনও আনারকলিতে রূপের ডালি সাজিয়ে সরগম ও কত্থকের বোলে, সরোদ, সেতার, তবলার তালের মূর্ছনায়, আলোকের ঝর্ণাধারায় নিজেদের মেলে ধরেছেন র‍্যাম্প ওয়াকে ।

Niharika Cultural Event
রেট্রো লুকে র‍্যাম্পে হাঁটেন ছয়জন বঙ্গললনা

আরও পড়ুন : এবার পর্দায় আসছে আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির গল্প

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির ছিলেন চলচ্চিত্র এবং বিনোদন দুনিয়ার একঝাঁক খ্যাতনামা শিল্পীরা ৷ সাবিত্রী চট্টোপাধ্যায়,পরাণ বন্দোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, কেয়া শেঠ, অনন্যা চট্টোপাধ্যায়, ঋতব্রত ভট্টাচার্য, সুদীপ্তা বন্দোপাধ্যায়-সহ আরও অনেকেই ছিলেন এদিনের অনুষ্ঠানে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.