New Bengali Film Boycott: আসছে বাংলা ছবি 'বয়কট', প্রকাশ পেল সিনেমার পোস্টার

author img

By

Published : Sep 23, 2022, 4:19 PM IST

New Bengali Film Boycott

পরিচালক সব্যসাচী হালদারের হাত ধরে আসছে নতুন ছবি 'বয়কট' (New Bengali Film Boycott) ৷ সম্প্রতি সারা ভারত জুড়ে যেভাবে বাড়ছে বয়কট ট্রেন্ড, সেই গল্পকেই অন্যভাবে ফুটিয়ে তুলবে এই ছবি (Sabyasachi Halder New Film Boycott)৷

কলকাতা, 23 সেপ্টেম্বর: পরিচালক সব্যসাচী হালদারের হাত ধরে আসছে নতুন ছবি 'বয়কট' (Sabyasachi Halder New Film Boycott)৷ সম্প্রতি সারা ভারত জুড়ে যেভাবে বাড়ছে বয়কট ট্রেন্ড, সেই গল্পকেই অন্যভাবে ফুটিয়ে তুলবে এই ছবি ৷ ছবির গল্পের আবর্তিত হয় অভীক নামের এক তরুণকে কেন্দ্র করে ৷ অভীক একজন বিখ্যাত চিত্রনাট্যকারের ছেলে । একটি বিখ্যাত ফিল্ম ইনস্টিটিউশনের উজ্জ্বল ছাত্র হওয়া সত্ত্বেও কাজ পেতে অসুবিধা হয় তাঁর । সম্প্রতি একটি ঘটনায় নেপোটিজম নিয়ে ইন্ডাস্ট্রিতে খুব চর্চা শুরু হয়, এই বিতর্ক পিছু ছাড়ে না অভীকেরও ৷ প্রায় সমস্ত জায়গা থেকেই তাঁকে বাতিল করা হয় ৷

বাস্তব কতখানি জটিল তা সে টের পায় প্রযোজকদের দরজায় ঘুরে ঘুরে ৷ এরই মাঝে তাঁর ওপর নজর পরে এক অভিনেতা তথা প্রযোজকের ৷ তিনি তাঁকে দিয়ে ছবি করাতে রাজি ৷ সে তাঁর এক ফটোগ্রাফার বন্ধুকে নিয়ে শুরু করে ছবির কাজ ৷ কিন্তু এরই মধ্যে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বির্তক শুরু হয় ৷ শুরু হয় জীবন নিয়ে টানাটানি ৷ পরিচালক অভীক কি পারবে নিজেকে বাঁচাতে ? তৈরি হবে তার স্বপ্নের সিনেমা ? সেই গল্পই বলবে এই ছবি ৷

ছবি নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক সব্যসাচী হালদার বলেন, "বয়কট এই মুহুর্তে ভারত জুড়ে একটি প্রবণতায় দাঁড়িয়েছে । কোনও তারকাকে বয়কট করা হচ্ছে, কোনও সিনেমা বয়কট করা হচ্ছে । স্টার-কিড বা স্বজনপ্রীতি নিয়ে বিতর্কের শেষ নেই । এই বিষয়ে প্রত্যেকের নিজস্ব মতামত আছে । কেউ বলে ভালো, কেউ বলে খারাপ । এই বাস্তব প্রেক্ষাপট নিয়েই বয়কটের গল্প । সব শ্রমিকের পরিশ্রম আর নির্মাতাদের টাকা সবই একটা ছবি তৈরিতে জড়িত । এই ছবিটি তাঁদের সম্পর্কে কথা বলবে (Sabyasachi Halder on Boycott)।"

New Bengali Film Boycott
আসছে বাংলা ছবি 'বয়কট'

তিনি আরও বলেন, "এই চলচ্চিত্রটি চলচ্চিত্র তৈরির গল্প বলবে । করোনা চলাকালীন আমরা বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছি । মানুষ পছন্দ করুক বা না-করুক, তার উপর ভিত্তি করে যখন একটি সিনেমা বয়কট করা হয়, তখন পুরো কাস্ট, ক্রু এবং প্রযোজকের অর্থ এবং কঠোর পরিশ্রম নষ্ট হয়ে যায় । যদিও এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক হতে পারে, এতে বাস্তব সত্যের অনেক রূপক রয়েছে ।"

আরও পড়ুন: সামনে এল হুমা, সোনাক্ষীর নতুন ছবি 'ডাবল এক্স এল' এর টিজার

ছবির গল্প লিখেছেন পরিচালক সব্যসাচী হালদার নিজেই (New Bengali Film Boycott)৷ এর আগে 'তোতা কাহিনি'র মতো ধারাবাহিক এবং 'যোগসূত্র', 'দ্য ফ্রুট অফ এভিল'-এর মতো সিরিজগুলিতে সহযোগী পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি ৷ ছবির সম্পাদনায় রয়েছেন রাহুল দেব চট্টোপাধ্য়ায় এবং সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সুমন চট্টোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.