Met Gala 2022: মেরিলিনের 36 কোটির পোশাক জাদুঘর থেকে বের করে পরলেন কিম কার্দাশিয়ান

author img

By

Published : May 3, 2022, 2:38 PM IST

Updated : May 3, 2022, 3:55 PM IST

met gala 2022 best looks

ম্যাডিসন স্ক্যোয়ার গার্ডেনে প্রেসিডেন্ট জন এফ কেনেডির 45তম জন্মদিনের অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্সের জন্য় পিঠ খোলা ঝলমলে একটি পোশাক পরেছিলেন মেরিলিন মানরো ৷ এবার সেই পোশাক মিউজিয়াম থেকে বার করে তা পরে মেট গালায় উপস্থিত হলেন টিভি তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian in Marilyn Monroe dress ) ৷

নিউইয়র্ক, 3 মে : 1962 সালে মার্কিন প্রেসিডেন্ট কেনেডির জন্মদিনে ঝলমলে পোশাক পরে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন খ্যাতনামা অভিনেত্রী মেরিলিন মনরো ৷ অনুষ্ঠানে তাঁর গানের সঙ্গে সঙ্গে তাঁর এই পিঠ খোলা পোশাকটিও সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল ৷ এবার সেই পোশাক মিউজিয়াম থেকে বার করে তা গায়ে চাপিয়ে মেট গালায় উপস্থিত হলেন টিভি তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian in Marilyn Monroe dress ) ৷ ওরল্যান্ডো মিউজিয়ামে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল এই পোশাকটি ৷

2016 সালে ভারতীয় মুদ্রায় এই পোশাকটির দাম দেওয়া হয়েছিল 36.8 কোটি টাকা ৷ যা কিনে নেয় এই আমেরিকান মিউজিয়াম ৷ 23 এপ্রিল যখন কার্দাশিয়ান তাঁর প্রেমিক পিট ডেভিডসনের সঙ্গে এই মিউজিয়াম ভিজিট করেন, তখনই অনেকে জল্পনা শুরু করেছিলেন যে ,হয়ত এই পোশাকটি পরেই গালায় আসতে পারেন কিম ৷ যদিও এ নিয়ে তেমন কিছুই প্রকাশ্যে আসেনি ৷ অবশেষে এদিন মেট গালায় এই ঐতিহাসিক পোশাকে হাজির হন এই টিভি তারকা ৷

Met Gala 2022
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রেসিডেন্ট জন এফ কেনেডির 45তম জন্মদিনের অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্সের জন্য় মনরো এই পোশাকটি পরেছিলেন

আরও পড়ুন : সব্যসাচীর শাড়িতে মেট গালায় তাক লাগালেন নাতাশা পুনাওয়ালা

এও সামনে এসেছে কিম না কি এই পোশাক পরার জন্য় 16 পাউন্ড ওজনও ঝরিয়েছেন ৷ প্রসঙ্গত ম্যাডিসন স্ক্যোয়ার গার্ডেনে প্রেসিডেন্ট জন এফ কেনেডির 45তম জন্মদিনের অনুষ্ঠানে তাঁর পারফরম্যান্সের জন্য় মনরো এই পোশাকটি পরেছিলেন ৷ পোশাকটি এতটাই আঁটসাঁট ছিল যে তাঁকে এটিতে সেলাইও করতে হয়েছিল ৷ পোশাকটির আসল মূল্য ছিল 12000 ডলার ৷ এই পোশাক নিয়ে খুঁতখুঁতানিও কম ছিল না ৷ বলা হত এটা এমন একটি ড্রেস, যা কেবল মনরোই পরতে পারেন ৷

Last Updated :May 3, 2022, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.