Mrinal Sen : শতবর্ষের প্রাক্কালে মৃণাল সেনকে নিয়ে তিনটি ছবি, আবেগী ছেলে কুণাল

author img

By

Published : May 14, 2022, 1:49 PM IST

99th Birth Anniversary of Mrinal Sen

বাবার 99তম জন্ম বার্ষিকীতে আবেগী হয়ে পড়লেন পুত্র কুণাল ( Son Kunal Sen on 99th Birth Anniversary of Mrinal Sen ) ৷ জানালেন, বাবার শতবর্ষ যত কাছে আসছে তিনি ঠিক ততটাই প্রশংসা পাচ্ছেন যা একজন চলচ্চিত্র নির্মাতা পাওয়ার আশা করতে পারেন ।

কলকাতা, 14 মে : কিংবদন্তী পরিচালক মৃণাল সেনের আজ 99তম জন্ম বার্ষিকী ৷ এই অসামান্য পরিচালকের হাত ধরে একসময় বাংলা ছবির জগত পেয়েছে 'আকালের সন্ধানে', 'এক দিন প্রতিদিন', 'কলকাতা 71', 'ভুবন সোম'-এর মত অনন্য সব ছবি ৷ আজও বাংলা শ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের তালিকায় প্রথম সারিতে উঠে আসে তাঁর নাম ৷ সত্যিজিৎ-ঋত্বিক-মৃণাল উচ্চারিত হয় একবাক্যে ৷ এই কিংবদন্তীর জন্মবার্ষিকীতে ইতিমধ্যেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা ৷ একইসঙ্গে শিল্পীমহলও আজ তাঁকে স্মরণ করেছেন ৷

বাবার জন্মদিনে তাঁর কথা স্মরণ করে আবেগী হয়ে পড়লেন পুত্র কুণালও (Son Kunal Sen on 99th Birth Anniversary of Mrinal Sen) ৷ এদিন ফেসবুকে তিনি লেখেন, "আজ আমার বাবার বয়স 99 হত । একজন পরিচালক এবং একজন মানুষ হিসাবে তিনি খুবই পরিপূর্ণ জীবনযাপন করেছিলেন । তাঁর শতবর্ষ যত কাছে আসছে তিনি ঠিক ততটাই প্রশংসা পাচ্ছেন যা একজন চলচ্চিত্র নির্মাতা পাওয়ার আশা করতে পারেন । তাঁর জীবন এবং তার কাজকে উদযাপন করে তিনটি চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে । আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবিগুলি দেখার জন্য।"

আরও পড়ুন: মুক্তি পেল শিলাদিত্যের ছবি 'হৃদপিণ্ড', প্রিমিয়ারে তারকার ঢল

কিংবদন্তি পরিচালককে শ্রদ্ধা জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করছেন তাঁর নতুন ছবি 'পালান' ৷ তাঁর ছবিতে উঠে আসতে চলেছে মৃণালের ছবির চরিত্ররা ৷ অন্যদিকে মৃণালের জীবন থেকে অনুপ্রাণিত ছবি 'পদাতিক' নিয়ে ছবিতে তৈরিতে নেমেছেন সৃজিত মুখোপাধ্যায় ৷ পরিচালক অঞ্জন দত্ত তো নিজেই কাজ করেছেন মৃণাল সেনের সঙ্গে ৷ তিনিও খুব ব্যক্তিগত একটি ফিচার ফিল্ম বানাতে চলেছেন এই বিষয়ের ওপর ভিত্তি করে ৷ অর্থাৎ তিন রকমভাবে তিন পরিচালক শ্রদ্ধা জানাবেন তাঁদেরই এক কিংবদন্তি পূর্বসুরীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.