Jacqueline Fernandez: পিছু ছাড়ছে না সুকেশ মামলা, বারবার জেরায় জর্জরিত জ্যাকলিন

author img

By

Published : Sep 20, 2022, 1:06 PM IST

Jacqueline Fernandez

আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে সোমবার ফের জেরা করেছে দিল্লি পুলিশের ‘ইকনমিক অফেন্সেস উইং’৷ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে (Sukesh Chandrashekhar) তোলাবাজি মামলায় (Extortion Case) তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

মুম্বই, 20 সেপ্টেম্বর: আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে সোমবার ফের জেরা করেছে দিল্লি পুলিশের ‘ইকনমিক অফেন্সেস উইং’(Extortion Case) ৷ এদিন সকালে তাঁকে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখার দফতরে হাজিরা দিতে বলা হয় ৷ সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) আর্থিক জালিয়াতি মামলায় জ্যাকলিনকে তলব করেছিল দিল্লি পুলিশ (Delhi Police Questions Jacqueline Fernandez) ৷ এদিন আট ঘণ্টা ধরে জেরা সামলাতে হয় অভিনেত্রীকে ৷

এর আগেও জ্যাকলিনকে জেরা করেছিল দিল্লি পুলিশ ৷ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলার তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে বলিউডের অভিনেত্রীকে ৷ গত মাসে এই কেলেঙ্কারি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট দাখিল করেছে, তাতে রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম ৷ তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ কারণ তদন্তকারী অফিসারদের অভিযোগ, সুকেশের কাছ থেকে অনেক মূল্যবান উপহার পেয়েছেন অভিনেত্রী ৷ এমনকী শুধু তাঁকে নয় তাঁর পরিবারের অন্য সদস্যদেরও নানান দামি দামি উপহার দেওয়া হয়েছে(Jacqueline Fernandez) ৷

এর আগেই এই মামলায় অভিনেত্রী নোরা ফতেহি এবং সুকেশের সহযোগী পিঙ্কি ইরানিকেও জেরা (Delhi Police Questions Jacqueline Fernandez)করেছিল দিল্লি পুলিশের আর্থিক অপরাধ শাখা (Economic Offences Wing) ৷ সেই সূত্র ধরেই ফের একবার জ্যাকলিনকে জেরা করেন তাঁরা ৷ প্রায় আট ঘণ্টা জেরা চলার অবশেষে সোমবার সন্ধ্যায় তাঁকে দিল্লি পুলিশের ‘ইকনমিক অফেন্সেস উইং’ থেকে বের হতে দেখা যায় (Jacqueline leaves EOW office after day long grilling)৷

আরও পড়ুন: পহেলগাঁয়ে ইমরান হাশমিকে পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার এক

প্রসঙ্গত গত সপ্তাহে বুধবারও জেরা করা হয়েছিল বলিউড অভিনেত্রীকে ৷ ইডি চার্জশিট অনুসারে, জ্যাকলিন সুকেশ চন্দ্রশেখরের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে জানতেন তবে তিনি এই বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ নেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.