IIFA 2023 Winners : রঙিন আইফা অ্যাওয়ার্ডের মঞ্চ, কারা পেলেন সেরার শিরোপা দেখে নিন এক নজরে

author img

By

Published : May 29, 2023, 10:20 AM IST

IIFA 2023 Winners

আইফা-র মঞ্চে তাক লাগিয়ে দিয়েছে বনশালির ছবি 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' । একের পর এক পুরস্কার জিতেছে 'ব্রহ্মাস্ত্র' । আর কাদের হাতে উঠেছে আইফা ট্রফি । রইল তালিকা ।

হায়দরাবাদ, 28 মে: বলিউডের সবচেয়ে বড় পুরস্কার ফিল্মফেয়ার-এ জয়জয়কার হয়েছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-র । সেই জয় যাত্রা এখনও অব্যাহত । আবু ধাবির ইতিহাদ এরেনায় আইফা-র মঞ্চেও জয় গান গঙ্গুবাইয়ের । রয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্রঃ পার্ট ওয়ান-শিবা' । শুক্রবার শুরু হয়েছিল আইফা অ্যাওয়ার্ড সেরেমনি । যার রেশ ছিল শনিবার পর্যন্ত । তারকাদের উপস্থিতি এই দিনের সন্ধ্যা যেমন রঙিন করে তুলেছিল তেমনি সেরার সেরা পুরস্কার জিতে এই দিনের রাত আরও জমিয়ে দিয়েছিলেন বলি তারকারা । চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কার কার মুকুটে উঠেছে সেরার শিরোপা ।

আইফা অ্যাওয়ার্ডস 2023 -

  • সেরা ছবি : দৃশ্যম 2
  • সেরা পরিচালক : আর মাধবন ( রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট)
  • সেরা অভিনেত্রী (লিডিং রোল) : আলিয়া ভাট (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
  • সেরা অভিনেতা (লিডিং রোল) : হৃত্বিক রোশন (বিক্রম বেধা)
  • সেরা সহ-অভিনেতা : অনিল কাপুর (জুগ জুগ জিয়ো)
  • সেরা সহ- অভিনেত্রী : মৌনি রায় ( ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা)
  • সেরা অরজিনাল গল্প : পারভেজ শেখ ও জসমীত রিন (ডার্লিংস)
  • আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ফর ফ্যাশন ইন সিনেমা : মণীশ মলহোত্রা
  • আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা : কমল হাসান
  • আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন রিজিওনাল সিনেমা : বেদ (মারাঠি ছবি), পরিচালক রীতেশ দেশমুখ
  • সেরা ডেবিউ (মেল) : শান্তনু মহেশ্বরী (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)
  • সেরা ডেবিউ (ফিমেল) : খুশালি কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)
  • সেরা প্লেব্যাক সিঙ্গার (মেল) : অরিজিৎ সিং (কেশরিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা)
  • সেরা প্লেব্যাক সিঙ্গার (ফিমেল) : শ্রেয়া ঘোষাল (রাসিয়া,ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা)
  • সেরা সঙ্গীত পরিচালক : প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা)
  • সেরা সিনেমাটোগ্রাফি : গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
  • সেরা স্ক্রিনপ্লে : গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
  • সেরা সংলাপ : গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
  • সেরা সাউন্ড ডিজাইন : ভুল ভুলাইয়া 2
  • সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : বিক্রম বেধা
  • সেরা সাউন্ড মিক্সিং : মনিকা ও মাই ডার্লিং
  • সেরা স্পেশাল এফেক্টস (ভিজ্যুয়াল) : ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা
  • সেরা এডিটিং : দৃশ্যম 2

আরও পড়ুন: আবু ধাবিতে চাঁদের হাট ! কেমন ছিল এবারের আইফা ? মঞ্চ কাঁপালেন কারা ? রইল উত্তর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.