বীর-একতার হাত ধরে ঘরে এল 'এমি' পুরস্কার, অ্যাওয়ার্ড পেলেন না শেফালি

বীর-একতার হাত ধরে ঘরে এল 'এমি' পুরস্কার, অ্যাওয়ার্ড পেলেন না শেফালি
International Emmy Awards: নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সম্মানিত হলেন একতা কাপুর, বীর দাস ৷ সেরা অভিনেত্রীর পুরস্কার বিভাগে নমিনেশন পেলেও শেফালি শাহের হাতে এল না অ্যাওয়ার্ড ৷
হায়দরাবাদ, 21 নভেম্বর: নিউইয়র্কে বসেছে 51তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান ৷ পুরস্কারের দৌঁড়ে ছিলেন জিম শর্ভ, বীর দাস, শেফালি শাহ-সহ একাধিক বলিউড তারকা ৷ 20টি দেশের ছবি, 14টি ভিন্ন বিভাগের প্রতিযোগিতার দৌঁড়ে অংশগ্রহণ করেছিল ৷ প্রকাশ্যে এসেছে বিজেতাদের তালিকা ৷ সেখানে বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন বলিউড তারকারা ৷
চলতি বছর আন্তর্জাতিক এমি পুরস্কার অনুষ্ঠানে কমেডি শোয়ের জন্য সেরার পুরস্কার পেয়েছেন কমেডিয়ান বীর দাস ৷ তাঁর শো 'বীর দাস: ল্যান্ডিং' কেড়ে নিয়েছে দর্শকদের মন ৷ মূলত, বীরের এই অ্যাওয়ার্ড ভাগ করে নিয়েছেন আরও এক তারকা ৷ হ্যাটট্রিক প্রযোজনা সংস্থা দ্বারা প্রযোজিত ডেরি গার্লস শো জিতেছে এই পুরস্কার ৷ আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসয়ের সোশাল হ্যান্ডেলে এই খবর জানানো হয়েছে ৷ বলা হয়েছে, "কমেডি পুরস্কারে টাই হয়েছে ৷"
বীর দাসের কেরিয়ারে এই পুরস্কার গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। 'বীর দাস: ল্যান্ডিং'- এর প্রিমিয়ার ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ হয়েছিল ৷ বীর দাসের শো ছাড়াও প্রতিযোগিতায় ছিল ফ্রান্সের 'লা ফ্ল্যাম্বো', আর্জেন্টিনার 'এল এনকারগাডো' এবং ইংল্যান্ডের 'ডেরি গার্লস- সিজন 3'। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন বীর দাসকে দেখা গিয়েছে বন্ধগলা কালো পোশাকে ৷
পাশাপাশি পরিচালক একতা কাপুর সম্মানিত হয়েছেন ডিরেকটোরেট পুরস্কারে ৷ সোশাল মিডিয়ায় পরিচালক একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ লিখেছেন, "ভারত আমি তোমার এমি ঘরে এনেছি ৷" ভারতে প্রথম কোনও মহিলা পরিচালক হিসাবে 51তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে আন্তর্জাতিক এমি ডিরেক্টরেট অ্যাওয়ার্ড পেয়েছেন একতা কাপুর ৷
তবে সেরা অভিনেত্রীর প্রতিযোগিতা তালিকায় শেফালি শাহ থাকলেও ছিটকে গিয়েছেন তিনি ৷ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কার্লা সুজা, লা কাইডা (ডাইভ) ছবির জন্য ৷ ওয়েব সিরিজ 'দিল্লি ক্রাইম সিজন 2'-এ অসাধারণ অভিনয়ের জন্য মনোনীত হয়েছিলেন শেফালি শাহ ৷ এই সিরিজ নেটফ্লিক্সে সম্প্রচারিত হয়েছিল ৷ সেরা অভিনেতা বিভাগে অন্যান্য মনোনীতরা ছিলেন ডেনমার্কের কনি নিলসেন, ইংল্যান্ডের বিলি পাইপার এবং মেক্সিকোর কার্লা সুজা।
-
We have a Tie! The International Emmy for Comedy goes to "Vir Das: Landing” produced by Weirdass Comedy / Rotten Science / Netflix#iemmyWIN pic.twitter.com/XxJnWObM1y
— International Emmy Awards (@iemmys) November 21, 2023
আরও পড়ুন:
1. কেকে মেননের সঙ্গী টোটা ! নীরজ পাণ্ডের ডাকে সাড়া দিলেন অভিনেতা
2. পরিচালক করণ জোহরের বিরুদ্ধে ঘরে ভাঙার অভিযোগ বরুণের, খোলাসা 'কফি উইথ করণ' শোয়ে
3. শুরু হল 54তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতীয় সিনেমা পুরস্কার পাচ্ছেন মাধুরী
