Athiya-Rahul Visit Strip Club: লন্ডনের স্ট্রিপ ক্লাবে আথিয়া-রাহুল ? ভাইরাল ভিডিয়োয় ট্রোল, জবাব অভিনেত্রীর

author img

By

Published : May 28, 2023, 12:32 PM IST

Athiya-Rahul Visit Strip Club

আথিয়া শেট্টি এবং কেএল রাহুল লন্ডনের একটি স্ট্রিপ ক্লাবে গিয়েছিলেন, তাঁদের একটি ভিডিয়ো দেখে এমনই দাবি করছেন নেটনাগরিকরা ৷ যদিও ট্রোলের জবাব দিয়ে একটি বিবৃতি পেশ করেছেন আথিয়া ৷

লন্ডন, 28 মে: লন্ডনের স্ট্রিপ ক্লাবে গিয়েছেন আথিয়া শেট্টি এবং তাঁর স্বামী কেএল রাহুল ? তাঁদের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই এই প্রশ্ন তুলেছেন নেটনাগরিকরা ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ৷ এই নিয়ে নেটপাড়ায় চর্চা শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী ৷

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, কেএল রাহুল তাঁর বন্ধুদের সঙ্গে একটি ক্লাবে হাল্কা মেজাজে সময় কাটাচ্ছেন ৷ আর টেবিলের উপর দাঁড়িয়ে মিউজিকের তালে কোমর দোলাচ্ছেন স্বল্পবসনা নারীরা ৷ এই ভিডিয়ো ক্লিপ দেখে নেটনাগরিকরা চর্চা শুরু করেন যে, লন্ডনের স্ট্রিপ ক্লাবে গিয়েছেন রাহুল ৷ অনেকেই একে ভালোভাবে নেননি ৷ চোটের কারণে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2023-এর ফাইনাল থেকে সরতে হয়েছিল তাঁকে ৷ সেই চোট নিয়েও তিনি কী ভাবে মস্তি করছেন ? এই প্রশ্ন তোলেন নেটনাগরিকরা ৷

যদিও যাবতীয় ট্রোলের জবাব দিয়েছেন তাঁর সদ্যবিবাহিতা স্ত্রী আথিয়া শেট্টি ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পেশ করে তাতে লিখেছেন, "আমি সাধারণত নীরব থাকতে পছন্দ করি এবং প্রতিক্রিয়া জানাই না ৷ তবে কখনও কখনও নিজের পক্ষে দাঁড়ানো গুরুত্বপূর্ণ । রাহুল, আমি এবং আমাদের বন্ধুরা রোজকার মতোই একটি জায়গায় গিয়েছিলাম, যেমন সবাই যায় । বিষয়গুলিকে অন্য প্রসঙ্গে টানা বন্ধ করুন এবং প্রতিবেদন করার আগে আপনার তথ্যগুলি পরীক্ষা করুন ৷ শান্তি এবং ভালোবাসা ।"

Athiya-Rahul Visit Strip Club
আথিয়ার বিবৃতি

তবে রাহুল এখনও এই ভিডিয়ো নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি । এর আগে মে মাসে তাঁর উরুতে সফল অস্ত্রোপচার হয় । ইনস্টাগ্রাম পোস্টে তাঁর অস্ত্রোপচার সম্পর্কে একটি আপডেট দিয়ে রাহুল তাঁর ভালো চিকিত্সার জন্য চিকিত্সা কর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন ।

তিনি তাঁর পোস্টে লিখেছিলেন, "হ্যালো সবাই, আমি এইমাত্র আমার অস্ত্রোপচার সম্পন্ন করেছি - এটি সফল হয়েছে । আমি ঠিকঠাক ছিলাম এবং সবকিছু সুষ্ঠুভাবে হওয়া নিশ্চিত করার জন্য ডাক্তার ও চিকিৎসা কর্মীদের অসংখ্য ধন্যবাদ । আমি এখন সেরে ওঠার পথে আছি ৷ আমি আমার সেরাটা ফিরে পেতে এবং মাঠে ফিরে আসার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ।"

8 মে, বিসিসিআই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কেএল রাহুলের স্থলাভিষিক্ত হিসেবে ইশান কিষানের নাম ঘোষণা করে । লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) অধিনায়ক 1 মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন । দ্বিতীয় ওভারে আউটফিল্ডে একটি বল তাড়া করতে গিয়ে তিনি তাঁর উরুতে চোট পান এবং তারপরে মাঠের বাইরে চলে যান ।

কেএল-কে দেখেই বোঝা গিয়েছিল যে, তাঁর চোট গুরুতর । তিনি তখনই মাঠে পড়ে যান এবং জরুরি কর্মীরা তাঁকে ঘিরে ধরেন ৷ সাপোর্ট স্টাফরা সঙ্গে সঙ্গে একটি স্ট্রেচার চেয়ে পাঠান, রাহুলকে নিয়ে যাওয়ার জন্য ৷ রাহুলকে মাঠ ছাড়তে হয় ৷

আরও পড়ুন: টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে নেই রাহুল, চাপ বাড়ল দ্রাবিড়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.