ETV Bharat / entertainment

Abhishek on Aishwarya: 'ঐশ্বর্যকে কাজ করতে দিন', অনুরাগীর কথা শুনে রেগে লাল অভিষেক

স্ত্রী ঐশ্বর্য-র কম কাজ করা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন অভিষেক বচ্চন । ট্রলিংয়ের যোগ্য জবাব দিলেন জুনিয়র বচ্চন । উত্তর শুনে খুশি অনুরাগীরাও ।

author img

By

Published : Apr 30, 2023, 4:49 PM IST

Abhishek on Aishwarya
অনুরাগীর কথা শুনে চটে লাল অভিষেক

মুম্বই, 30 এপ্রিল: আরাধ্যার জন্মের পর থেকেই রূপোলি পর্দায় উপস্থিতি কমেছে ঐশ্বর্য রাই বচ্চনের । তবে মেয়ে এখন অনেকটাই বড় । ফলে ধীরে ধীরে সিলভার স্ক্রিনে ফের বেশি করে ফেরার চেষ্টায় 'বচ্চন-বহু'। সম্প্রতি এ বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হল অভিষেক বচ্চনকে । তবে ছবিতে ঐশ্বর্যের কম উপস্থিতির কারণে জুনিয়র বচ্চনকে দায়ী করা হলে যোগ্য জবাব দিলেন তিনি।

কাজ থেকে পাঁচ বছর বিরতির পর 2015 সালে জজবা ছবি দিয়ে কামব্যাক করেছিলেন বিশ্বসুন্দরী । এরপর 2016 সালে 'সরবজিৎ' ও করণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল'- এ দেখা গিয়েছিল অ্যাশ-কে । 2018-তে 'ফ্যানি খান'-এর পর 2022 সালে মণি রত্নমের ছবি পনিয়িন সেলভান ছবিতে দেখা গিয়েছে ঐশ্বর্যর ক্যারিশ্মা । বারবার ঐশ্বর্যর ব্রেক নিয়ে অনুরাগীরা দায়ী করেছেন অভিষেককে । মেয়ের দেখাশোনার জন্যই ঐশ্বর্য ঠিক মতো কাজ করতে পারছেন না বলে মনে করছেন অনুরাগীরা । ফলে অভিষেকের ওপর চটছেন অ্যাশ অনুরাগীরা ।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'পনিয়িন সেলভান-পার্ট টু' । প্রথমভাগের মতো দ্বিতীয়ভাগও মুগ্ধ করেছে দর্শকদের । কাল্কি কৃষ্ণামূর্তির তামিল ছবির রিমেক এই ছবি । হিস্টোরিক্যাল-অ্য়াডভেঞ্চারে ভরপুর এই ছবিতে রানি নন্দিনীর চরিত্রে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চনচকে । অন্যান্য কলাকুশলীর মতোই এই ছবিতে অ্যাশের অভিনয় প্রশংসা কুড়িয়েছে । সোশাল মিডিয়ায় ছবির ও স্ত্রী-র কাজের প্রশংসা করেছেন অভিষেকও । তিনি শনিবার একটি টুইট করেন । যেখানে 'পিএস-টু' এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জুনিয়র বচ্চন । তিনি লিখেছেন, "দারুণ ছবি । ভাষা হারিয়ে ফেলেছি । খুব ভালো কাজ করেছে ছবির পুরো টিম । সত্যিই গর্ব অনুভব করছি মিসেস । এখনও পর্যন্ত সবচেয়ে ভালো কাজ ঐশ্বর্যর ।"

  • As you should! Now let her sign more movies and you take care of Aaradhya 🤲🏾

    — Unpaid PS2 marketing manager (@SilamSiva) April 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মেট গালার উদ্দেশ্যে উড়ান আলিয়ার, সাজের দাম শুনলে চোখ উঠবে কপালে

এই টুইটেই অনেক অনুরাগী রিটুইট করে অভিনন্দন জানিয়েছেন, কেউ শুভেচ্ছা জানিয়েছেন । আবার কেউ ট্রলড করেছেন অভিষেককে । এক অনুরাগী অভিষেককে উদ্দেশ্য করে লিখেছেন,"আপনার গর্বই করা উচিত । এবার তাঁকে আরও ছবিতে কাজ করতে দিন । আপনি নিজে আরাধ্যার খেয়াল রাখুন ।" এই টুইটয়ের প্রত্যুত্তর দিয়েছেন অভিষেকও । পালটা তিনি লিখেছেন, "তাঁকে কাজ করতে দেব? স্যর, কোনও কিছুতে তাঁর আমার অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না । বিশেষ করে যখন সেই জিনিসটা সে ভালোবাসে ।" অভিষেকের এমন উত্তরে খুশিই হয়েছেন অনেকে ।

মুম্বই, 30 এপ্রিল: আরাধ্যার জন্মের পর থেকেই রূপোলি পর্দায় উপস্থিতি কমেছে ঐশ্বর্য রাই বচ্চনের । তবে মেয়ে এখন অনেকটাই বড় । ফলে ধীরে ধীরে সিলভার স্ক্রিনে ফের বেশি করে ফেরার চেষ্টায় 'বচ্চন-বহু'। সম্প্রতি এ বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হল অভিষেক বচ্চনকে । তবে ছবিতে ঐশ্বর্যের কম উপস্থিতির কারণে জুনিয়র বচ্চনকে দায়ী করা হলে যোগ্য জবাব দিলেন তিনি।

কাজ থেকে পাঁচ বছর বিরতির পর 2015 সালে জজবা ছবি দিয়ে কামব্যাক করেছিলেন বিশ্বসুন্দরী । এরপর 2016 সালে 'সরবজিৎ' ও করণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল'- এ দেখা গিয়েছিল অ্যাশ-কে । 2018-তে 'ফ্যানি খান'-এর পর 2022 সালে মণি রত্নমের ছবি পনিয়িন সেলভান ছবিতে দেখা গিয়েছে ঐশ্বর্যর ক্যারিশ্মা । বারবার ঐশ্বর্যর ব্রেক নিয়ে অনুরাগীরা দায়ী করেছেন অভিষেককে । মেয়ের দেখাশোনার জন্যই ঐশ্বর্য ঠিক মতো কাজ করতে পারছেন না বলে মনে করছেন অনুরাগীরা । ফলে অভিষেকের ওপর চটছেন অ্যাশ অনুরাগীরা ।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'পনিয়িন সেলভান-পার্ট টু' । প্রথমভাগের মতো দ্বিতীয়ভাগও মুগ্ধ করেছে দর্শকদের । কাল্কি কৃষ্ণামূর্তির তামিল ছবির রিমেক এই ছবি । হিস্টোরিক্যাল-অ্য়াডভেঞ্চারে ভরপুর এই ছবিতে রানি নন্দিনীর চরিত্রে দেখা গিয়েছে ঐশ্বর্য রাই বচ্চনচকে । অন্যান্য কলাকুশলীর মতোই এই ছবিতে অ্যাশের অভিনয় প্রশংসা কুড়িয়েছে । সোশাল মিডিয়ায় ছবির ও স্ত্রী-র কাজের প্রশংসা করেছেন অভিষেকও । তিনি শনিবার একটি টুইট করেন । যেখানে 'পিএস-টু' এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জুনিয়র বচ্চন । তিনি লিখেছেন, "দারুণ ছবি । ভাষা হারিয়ে ফেলেছি । খুব ভালো কাজ করেছে ছবির পুরো টিম । সত্যিই গর্ব অনুভব করছি মিসেস । এখনও পর্যন্ত সবচেয়ে ভালো কাজ ঐশ্বর্যর ।"

  • As you should! Now let her sign more movies and you take care of Aaradhya 🤲🏾

    — Unpaid PS2 marketing manager (@SilamSiva) April 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মেট গালার উদ্দেশ্যে উড়ান আলিয়ার, সাজের দাম শুনলে চোখ উঠবে কপালে

এই টুইটেই অনেক অনুরাগী রিটুইট করে অভিনন্দন জানিয়েছেন, কেউ শুভেচ্ছা জানিয়েছেন । আবার কেউ ট্রলড করেছেন অভিষেককে । এক অনুরাগী অভিষেককে উদ্দেশ্য করে লিখেছেন,"আপনার গর্বই করা উচিত । এবার তাঁকে আরও ছবিতে কাজ করতে দিন । আপনি নিজে আরাধ্যার খেয়াল রাখুন ।" এই টুইটয়ের প্রত্যুত্তর দিয়েছেন অভিষেকও । পালটা তিনি লিখেছেন, "তাঁকে কাজ করতে দেব? স্যর, কোনও কিছুতে তাঁর আমার অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না । বিশেষ করে যখন সেই জিনিসটা সে ভালোবাসে ।" অভিষেকের এমন উত্তরে খুশিই হয়েছেন অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.