SMC Election 2022 : অস্তিত্ব বাঁচাতে শিলিগুড়িতে ফের একজোট বাম ও কংগ্রেস

author img

By

Published : Dec 28, 2021, 11:26 AM IST

SMC Election 2022

শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে (SMC Election 2022) ফের একবার আসন সমঝতার পথে বাম ও কংগ্রেস ৷ এমনটাই জানা গিয়েছে দুই দলের তরফে ৷ নিজেদের সাংগঠনিক দূর্বলতা এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে দুই দল (Left Front and Congress Reunite in Siliguri to Save Existence) ৷

শিলিগুড়ি, 28 ডিসেম্বর : আলাদা নয় ৷ 2015’র পথে হেঁটে আসন সমঝতা করেই শিলিগুড়ি পৌরনিগমের ভোটে লড়বে বাম ও কংগ্রেস ৷ সোমবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে নির্ঘণ্ট ঘোষণার পর জরুরি বৈঠক ডেকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ৷ জেলার বাম ও কংগ্রেস নেতৃত্ব ৷ রাজ্য রাজনীতিতে দুই দল আলাদা হয়ে যাওয়ার পর, শিলিগুড়ির নির্বাচনেও পৃথক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাম ও কংগ্রেস (SMC Election 2022) ৷ কিন্তু, হঠাৎই কী এমন ঘটল যে, নিজেদের অবস্থান থেকে সরে ফের একবার আসন সমঝতায় যাওয়ার সিদ্ধান্ত নিল বাম ও কংগ্রেস ?

সূত্রের খবর, রাজ্য রাজনীতিতে যে বাম ও কংগ্রেসের সংগঠন বলে আর কিছু নেই, তা বুঝে গিয়েছে দুই শিবির (Left Front and Congress Reunite in Siliguri to Save Existence) ৷ এমনকি শিলিগুড়ির বাম গড়েও গেরুয়া হাওয়া ঢুকে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে, একে অপরকে আঁকড়ে ধরতে চাইছে বাম-কংগ্রেস ৷ প্রসঙ্গত, গত পৌরনিগম নির্বাচনে আসন সমঝতা করে বাম ও কংগ্রেস মোট 27টি আসন পেয়েছিল ৷ তৃণমূল পায় 17টি, বিজেপি 2টি ও নির্দল একটি আসন ৷ পরে 2 বাম কাউন্সিলর তৃণমূলে যোগ দেন ৷ তবে, সংখ্যার বিচারে বোর্ড বামেদের দখলেই থাকে ৷

আরও পড়ুন : Ashok Bhattacharya on Siliguri Vote : শিলিগুড়ি ভোটে লড়বেন কি, দু’দিন অপেক্ষার বার্তা অশোকের

এ বার পরিস্থিতি পুরোপুরি আলাদা ৷ বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি হাতছাড়া হয়েছে বামেদের ৷ সেখানে সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষ বিপুল ব্যবধানে বিধানসভা নির্বাচনে জেতেন ৷ এ বার শিলিগুড়ি পৌরনিগমকে পাখির চোখ করেছেন শঙ্কর ঘোষ ৷ তাঁর লক্ষ্য শিলিগুড়ি পৌরনিগমে বিজেপির বোর্ড গঠন করা ৷ লড়াইয়ে রয়েছে তৃণমূলও ৷ সূত্রের খবর, বাম ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়েও কথা প্রায় পাকা হয়ে গিয়েছে (Left Front and Congress Make Alliance in SMC Election) ৷ যেখানে 34টি বামেদের ও 13টিতে কংগ্রেস প্রার্থী দেবে ৷

অস্তিত্ব বাঁচাতে শিলিগুড়িতে ফের একজোট বাম ও কংগ্রেস

আরও পড়ুন : TMC Campaign for SMC Election 2022 : অশোক ভট্টাচার্যর বাড়ির সামনে দেওয়াল লিখে শিলিগুড়িতে প্রচার শুরু তৃণমূলের

তবে, আরও একটি সমস্যা দেখা দিয়েছে ৷ জানা গিয়েছে, 14টি আসনে প্রার্থী দেওয়া নিয়ে বাম ও কংগ্রেসের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছে ৷ তবে, সেই সমস্যা মিটিয়ে দ্রুত প্রার্থী তালিকা ঘোষণা করতে হবে ৷ সোমবার থেকেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে ৷ আজ থেকে শুরু মনোনয়ন পেশ ৷ 3 জানুয়ারি মনোনয়ন পেশের শেষ তারিখ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.