Traffic Controll In Siliguri: শহরে যানজট সমস্যা সমাধানে কড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেট

author img

By

Published : Mar 12, 2022, 12:56 PM IST

Updated : Mar 12, 2022, 1:53 PM IST

Traffic Controll In Siliguri

শিলিগুড়ি শহরকে যানজটমুক্ত করার উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Traffic Controll In Siliguri)। ই-রিক্সা এবং রিক্সার পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন ই-রিক্সাতেও নিষেধাজ্ঞা জারি করল কমিশনারেট।

শিলিগুড়ি, 12 মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর এবার শহরকে যানজটমুক্ত করার উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Traffic Controll In Siliguri)। জাতীয় সড়ক, মূল সড়ক-সহ গোটা শহরে অবৈধ টোটো বা ই-রিক্সার দৌরাত্ম্য এবং রিক্সার কারণে তীব্র যানজটে নাকাল হন শহরবাসী। আর সেই কারণেই এবার ই-রিক্সা এবং রিক্সার চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন ই-রিক্সায় নিষেধাজ্ঞা জারি করল কমিশনারেট।

শিলিগুড়ি শহরের মূল সমস্যাই যানজট ব্যবস্থা। অপর্যাপ্ত সড়কের পাশাপাশি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ ই-রিক্সা বা টোটো শহরজুড়ে দাপিয়ে বেড়ায়। যেখানে রাস্তা অনুযায়ী শহরে মাত্র সাড়ে তিনি হাজার সরকার অনুমোদিত ই-রিক্সা চলার কথা সেখানে শহরে ই-রিক্সার সংখ্যা প্রায় সাড়ে 12 হাজার ৷ শুধু তাই নয়, যেখানে শীর্ষ আদালতের রায় রয়েছে যে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে ই-রিক্সা চলাচল করতে পারবে না। কিন্তু শিলিগুড়িতে ই-রিক্সা চলাচলে কোনও বালাই নেই। ফলে দিনের পর দিন বেড়েই চলছিল যানজট সমস্যা। আর সেই সমস্যা সমাধানে আগামী 17 মার্চ থেকে শিলিগুড়ি শহরের প্রধান রাস্তাগুলিতে রিক্সা চলাচল বন্ধ করতে চলেছে কমিশনারেট। 21 এপ্রিল থেকে শিলিগুড়ির প্রধান রাস্তায় চলাচল করতে পারবে না কোন নম্বরবিহীন টোটো বা ই-রিক্সা। এমনটাই জানালেন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক ডিসিপি অভিষেক গুপ্তা। মূলত শহরের রাস্তায় যানজট মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। কেউ এই নির্দেশিকা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: শিলিগুড়ি শহরকে জঞ্জালমুক্ত করতে চালু নাইট সার্ভিস, জানালেন মেয়র

শহরে যানজট সমস্যা সমাধানে কড়া শিলিগুড়ি পুলিশ কমিশনারেট

রেজিস্ট্রেশন থাকা ই-রিক্সাকেও এশিয়ান হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়েতে চলার অনুমতি দেওয়া হবে না। রেজিস্ট্রেশন নম্বরহীন ই-রিক্সাগুলিকে শহরের প্রধান সড়ক হিলকার্ট রোড, সেভক রোড, বর্ধমান রোড, স্টেশন ফিডার রোড, বিধান রোডে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে, রেজিস্ট্রেশন ছাড়া ই-রিক্সা বিক্রয় বা নাম পরিবর্তন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে 17 মার্চ থেকে এশিয়ান হাইওয়ে, জাতীয় সড়ক-সহ হিল কার্ট রোড, সেভক রোড, বর্ধমান রোড, এসএফ রোড, বিধান রোডে রিক্সা চালানোর অনুমতি দেওয়া হবে না। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর 21 এপ্রিল থেকে ই-রিক্সা চলাচলে বিধিনিষেধগুলি আরও কঠোরভাবে লাগু করা হবে ৷

Last Updated :Mar 12, 2022, 1:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.