Gold Recovery : ডিআরআইয়ের তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ সোনা, গ্রেফতার 2

author img

By

Published : Sep 18, 2022, 10:16 PM IST

Gold Recover

শিলিগুড়িতে ডিআরআইয়ের অভিযানে উদ্ধার 2.5 কোটি টাকার সেনা ৷ গ্রেফতার 2 পাচারকারী (DRI Arrested 2 Gold Smuggler) ৷

শিলিগুড়ি, 18 সেপ্টেম্বর: কেন্দ্রীয় রাজস্ব আধিকারিকদের তৎপরতায় ভেস্তে গেল সোনা পাচারকারীদের চক্রান্ত (DRI Officers Recover Lots Of Gold) ৷ উদ্ধার হল প্রায় 4 কেজি 988 গ্রাম সোনা ৷ যার মধ্যে সোনার মূল্য 2 কোটি 47 লক্ষ 56 হাজার 442 টাকা ৷

জানা গিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে শনিবার রাতে ডিআরআই আধিকারিকরা রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকা থেকে একটি ছোট চারচাকা গাড়িকে ধাওয়া করতে থাকেন ৷ এরপর গাড়িটি শিলিগুড়ি সংলগ্ন দার্জিলিং মোড় এলাকায় পৌঁছতেই গাড়িটিকে আটক করা হয় ৷ গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে ডিআরআই । এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই গাড়ির সিটের নীচ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা ৷ উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় 4 কেজি 988 গ্রাম ৷ যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি 47 লক্ষ 56 হাজার 442 টাকা ৷

আরও পড়ুন: ভ‍্যাবলা স্টেশনে উদ্ধার 60 লক্ষ টাকার সোনার বিস্কুট, গ্রেফতার 2 পাচারকারী

ধৃত মৃণাল আলী বর্মন, চিন্টু ঘোষ। দুজনেই দক্ষিণ দিনাজপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে ধৃতরা হিলি সীমান্ত এলাকা থেকে ওই বিপুল পরিমাণ সোনা হাত বদল করে শিলিগুড়ির পথে রওনা হয়েছিল ৷ ডিআরআই আধিকারিকদের তৎপরতায় পাচারকারীরা ব্যর্থ হয় ৷ ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে তাদের 30 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ এই পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.