ALICE Thesis Award: ঈশ্বরকণা সংক্রান্ত গবেষণাপত্র লিখে আন্তর্জাতিক সম্মানে সম্মানিত শিলিগুড়ির শ্রেয়সী

author img

By

Published : Aug 8, 2022, 10:39 PM IST

Updated : Aug 8, 2022, 11:13 PM IST

researcher from siliguri sreyasi acharya

শিলিগুড়িতেই বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে শ্রেয়সী আচার্য। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা তাঁর । তারপর যোগ দেন ভাবা অ্যাটমিক রিসার্চে ৷ 2021 সাল থেকে সার্নয়ে কাজ শুরু করেন তিনি । এবার তিনি সম্মানিত হলেন এলিস থিসিস অ্যাওয়ার্ডে (ALICE Thesis Award) ৷

শিলিগুড়ি, ৮ অগস্ট: বিশ্বে গবেষণা ও বিজ্ঞানের ইতিহাসে বাঙালিদের অবদান কম নয় । আচার্য জগদীশচন্দ্র বসু থেকে মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায় ও সত্যেন্দ্রনাথ বসু ৷ তালিকা বেশ দীর্ঘ ৷ গবেষণা ও বিজ্ঞানে সাফল্যের তালিকায় যোগ হল শিলিগুড়ির এক কৃতি কন্যার নাম । শ্রেয়সী আচার্য । শিলিগুড়ি পৌরনিগমের 24 নম্বর ওয়ার্ডের ভারতনগরের এই বাসিন্দার পদার্থবিদ্যার এক গবেষণা পত্র আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করে নিয়েছেন ৷ বিশ্বের আরও চার প্রতিভাবান গবেষকের সঙ্গে জুড়েছে শ্রেয়সীর নাম ৷

শ্রেয়সীকে তাঁর উল্লেখযোগ্য গবেষণা পত্রের জন্য বিশ্বের অন্যতম বড় বিজ্ঞানীদের সংগঠন 'ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ' বা সার্ন-এর তরফে এলিস থিসিস অ্যাওয়ার্ডে (ALICE Thesis Award) ভূষিত করা হয়েছে । আর এই খবরে এখন খুশির জোয়ার আচার্য পরিবারে ।

বিগ ব্যাং থিয়োরি বা ঈশ্বর কণার সঙ্গে নাম জুড়েছিল সত্যেন্দ্রনাথ বসুর । এবার সেই ঈশ্বর কণার সঙ্গে জুড়েছে শ্রেয়সীর নাম । মূলত, প্রোটন কণার সংঘর্ষের পর বিগ ব্যাংয়ের পর মূহূর্তে উৎপত্তি হওয়া কণার উপর লেখা হয় ওই থিসিস । গত বছরের শেষে বিগ ব্যাংয়ের উপর থিসিস বা নিজের গবেষণাপত্র লেখেন শ্রেয়সী । আর তাতেই বাজিমাত করে তিনি । শ্রেয়সী ভারত সার্নয়ের অ্যাসোসিয়েট সদস্য । সেই সুবাদেই সার্নে গবেষণা করার সুযোগ পান তিনি ।

researcher from siliguri sreyasi acharya
এলিস থিসিস অ্যাওয়ার্ডে (ALICE Thesis Award) ভূষিত করা হয়েছে শ্রেয়সী আচার্যকে

আরও পড়ুন: ঈশ্বরকণা আবিষ্কারের সঙ্গে যুক্ত দাসনগরের লেদ কারখানার শ্রমিকরা, স্বীকৃতি দিতে উদ্যোগী রাজ্য সরকার

শিলিগুড়িতেই বিজ্ঞান নিয়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন শ্রেয়সী । এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা তাঁর । সেখান থেকেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে গবেষক হিসেবে যোগ দেন । 2021 সাল থেকে সার্নয়ে কাজ শুরু করেন তিনি । বর্তমানে ফ্রান্সে এলিস গবেষকদের সঙ্গে গবেষণার কাজ করছেন শ্রেয়সী । গত সপ্তাহেই সার্নে পালিত হয়ে এলিস সপ্তাহ । আর সেখানেই শ্রেয়সীর গবেষণাপত্রকে শ্রেষ্ঠ বলে স্বীকৃতি দেওয়া হয় ।

ঈশ্বরকণা সংক্রান্ত গবেষণাপত্র লিখে আন্তর্জাতিক সম্মানে সম্মানিত শিলিগুড়ির শ্রেয়সী

এই প্রসঙ্গে শ্রেয়সী আচার্য বলেন, "আমি সত্যিই ভাবতে পারিনি এত বড় স্বীকৃতি পাব । আমার বাবা মা তো অবশ্যই, সঙ্গে আমার প্রত্যেক অধ্যাপক ও শুভানুধ্যায়ীদের এর পিছনে অবদান রয়েছে ।" কৃতী এই গবেষকের বাবা পরিমল আচার্য বলেন, "শ্রেয়সীর জন্য আমরা খুব গর্বিত । খবরটা প্রথম শোনার পর আমি কিছুক্ষণ খুশিতে ভাষা হারিয়ে ফেলেছিলাম । বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছে ও, এর জন্য আমরা গর্বিত ।" মেয়ের এই সাফল্যে খুশি শ্রেয়সীর মা ৷

Last Updated :Aug 8, 2022, 11:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.