Mamata Banerjee : হিংসা ইস্যুতে মমতার নিশানায় বিজেপিশাসিত ত্রিপুরা

author img

By

Published : Oct 24, 2021, 8:05 PM IST

mamata banerjee targets saffron brigade in siliguri on violence issue

রবিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ হিংসা ইস্যুতে বিরোধী বিজেপিকে কড়া জবাব দেন তিনি ৷ মমতার দাবি, পশ্চিমবঙ্গে কোথাও কোনও হিংসা হয়নি ৷ বরং বিজেপিশাসিত ত্রিপুরাতেই এমন ঘটনা ঘটে চলেছে ৷

শিলিগুড়ি, 24 অক্টোবর : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান মঞ্চ থেকেই ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর সাফ কথা, বাংলায় কোথাও কোনও হিংসা হয়নি ৷ বরং বাংলায় সব ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করেন ৷ কারণ, বাংলা ত্রিপুরার মতো নয় ৷ মমতার বক্তব্য, তিনি কখনও বাংলাকে ত্রিপুরার মতো হতে দেবেন না ৷

আরও পড়ুন : Mamata Banerjee in UP : এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে ঘুঁটি সাজাচ্ছেন মমতা

দুর্গাপুজোর পর রবিবার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর আয়োজন করে শহরের পুলিশ প্রশাসন ৷ সেই মঞ্চে বক্তব্য পেশের সময়েই হিংসা প্রসঙ্গে ত্রিপুরার কথা তোলেন মুখ্যমন্ত্রী ৷ উল্লেখ্য, একুশের ভোটের পর থেকেই রাজ্যজুড়ে হিংসার অভিযোগ উঠেছে ৷ বিরোধীদের তরফে এই অভিযোগ করা হলেও মমতা, তাঁর দল ও সরকারকে সবথেকে বেশি নিশানা করেছে গেরুয়া শিবির ৷ তাদের দাবি, ভোটের পর থেকেই বেছে বেছে বিজেপির নেতা, কর্মীদের উপর হামলা করা হচ্ছে ৷ আর তার জন্য তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি নেতৃত্ব ৷

এর পাশাপাশি, দুর্গাপুজো চলাকালীন বাংলাদেশে যে হিংসা ছড়িয়েছে, তা নিয়ে প্রকাশ্যে মুখ না খোলার জন্যও মমতার সমালোচনায় সরব হয়েছে বিজেপি ৷ এমনকী, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগও তুলেছে তারা ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এদিন বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে বিজেপির এই জোড়া আক্রমণেরই জবাব দিয়েছেন মমতা ৷ বিজেপির বিরুদ্ধে বরাবরই মেরুকরণের রাজনীতি করার অভিযোগ করে এসেছে তৃণমূল কংগ্রেস ৷ এদিনও বাংলায় শান্তি ও সম্প্রীতির কথা তুলে ধরে কার্যত সেই একই কথা বলতে চেয়েছেন মমতা ৷

বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেও আগাগোড়া বিজেপিকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

একইসঙ্গে ত্রিপুরা প্রসঙ্গ টেনে বিজেপিকে পাল্টা চাপ দিতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ চব্বিশের লোকসভা ভোটের আগে ত্রিপুরা, গোয়া-সহ একাধিক রাজ্যে সংগঠন গড়ে তোলার রণকৌশল হাতে নিয়েছেন তিনি ৷ উদ্দেশ্য, জাতীয় স্তরে দলের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া ৷ যাতে কেন্দ্র তথা মোদিবিরোধী শক্তি হিসাবে সকলের আগে থাকতে পারেন মমতা ৷ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের অতিসক্রিয়তা নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছে বিজেপির ৷ অন্য দল ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িকও শুরু হয়েছে সেই রাজ্যে ৷ এই ঘটনা যে তৃণমূলের কাছে কতটা গুরুত্বপূর্ণ, শিলিগুড়িতে মমতার এদিনের মন্তব্যই তার প্রমাণ ৷ তাঁর সাফ বার্তা, বিজেপিশাসিত ত্রিপুরা ভাল নেই ৷ তাই বাংলায় তিনি কখনই ত্রিপুরার মতো বাতাবরণ তৈরি হতে দেবেন না ৷

আরও পড়ুন : Goa Politics : মমতার সফরের আগেই মোদির মুখে গোয়ার ‘উন্নয়ন মডেল’

অন্যদিকে, এর আগেও দুর্গাপুজোকে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমালোচনা করতে দেখা গিয়েছে গেরুয়া নেতাদের ৷ এমনকী, হিন্দু ধর্মের প্রতি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিষ্ঠা নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁদের ৷ যার জবাবে মমতা এদিন বলেন, করোনা আবহেও রাজ্যের পুলিশ প্রশাসন সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে দুর্গাপুজোর উৎসব পরিচালনা করেছে ৷ মমতার দাবি, এত শান্তি আর কোথাও নেই ৷ সব মিলিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানেও আগাগোড়া বিজেপিকেই নিশানা করে গিয়েছেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী তথা রাজ্যের প্রশাসনিক প্রধান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.