উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাই না, জানিয়ে দিল কেপিপি

author img

By

Published : Jul 11, 2021, 3:28 PM IST

কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি

বিজেপির ফাঁদে পা দিয়ে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাই না বলে সাফ জানিয়ে দিল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (কেপিপি) ৷ সাংবাদিক বৈঠক করে উত্তরবঙ্গবাসীকে এই বিষয়ে আবেদনও জানানো হয় পার্টির তরফে ৷

শিলিগুড়ি, 11 জুলাই : উত্তরবঙ্গবাসীর ভাবাবেগকে আঘাত করে আলাদা রাজ্যের পক্ষে নেই কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি । তবে কামতাপুর নামে আলাদা রাজ্য হলে তবেই সেই দাবিকে সমর্থন করা হবে । বিজেপির ফাঁদে পা না দেওয়ার জন্য উত্তরবঙ্গবাসীদের কাছে আবেদন জানাল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি । শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির (কেপিপি) সহ-সভাপতি বুধারু রায় ।

এদিন মূলত কেবিপির প্রয়াত প্রাক্তন সভাপতি অতুল রায়ের জায়গায় তাঁর স্ত্রী মেনকা রায়কে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে জানিয়ে সাংবাদিক বৈঠক করেন তাঁরা । পাশাপাশি অতুল রায়ের পুত্র অমিত রায়কে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে বলেও জানান তাঁরা ।

এদিনের সাংবাদিক বৈঠক থেকে বুধারুবাবু স্পষ্ট জানিয়ে দেন, 34 বছরের বাম সরকার কামতাপুরীদের জন্য কোনও উন্নয়নের কাজ করেনি । উল্টে আন্দোলনের সঙ্গে জড়িতদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ও খুন করা হয়েছে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কামতাপুরীদের জন্য ভাষা অ্যাকাডেমি এবং কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছে । সে কারণে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাই না বলে সাফ জানিয়ে দিল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি

আরও পড়ুন : কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, নতুন আশায় বুক বাঁধছে মতুয়ারা

বুধারু রায় আরও বলেন, " বিজেপি নেতারা আগে নিজেদের অবস্থান পরিষ্কার করুক । আলাদা রাজ্য নিয়ে তাদের মধ্যে দ্বিমত রয়েছে । উত্তরবঙ্গবাসীদের ভাবাবেগে আঘাত করে আমরা আলাদা রাজ্য চাই না । কামতাপুর নামে আলাদা রাজ্য হলে তবেই আমরা সেই দাবিকে সমর্থন করব । তবে বিজেপি যা করছে তা কামতাপুরী এবং রাজবংশীদের সমর্থন পেতে করছে । আমাদের আবেদন, বিজেপির এই ফাঁদে যেন কেউ পা না দেয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.