Siliguri Murder: অশান্তির জেরে শিলিগুড়িতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে খুন মদ্যপ বাবার

author img

By

Published : Nov 7, 2021, 7:26 PM IST

fed up with quarrel man allegedly kills own son in Siliguri

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর সকলে শুয়ে পড়েন । ভোরের দিকে আচমকাই কুড়ুল নিয়ে ছেলের উপর চড়াও হয় বলো । এলোপাথাড়ি কোপাতে শুরু করে ।

শিলিগুড়ি, 7 নভেম্বর: পারিবারিক অশান্তির জের । ঘুমন্ত ছেলেকে কুপিয়ে খুন বাবার । মত্ত অবস্থায় অভিযুক্ত এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ । তাকে গ্রেফতার করা হয়েছে ।

শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকের এলাকার ঘটনা । সেখানকার অর্ড তরাই চা বাগানের নয়া লাই এলাকায় এই ঘটনা ঘটেছে । অভিযুক্তের নাম বলো ওঁরাও । ছেলে বিটকল ওঁরাওকে সে মত্ত অবস্থায় খুন করেছে বলে অভিযোগ ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর সকলে শুয়ে পড়েন । ভোরের দিকে আচমকাই কুড়ুল নিয়ে ছেলের উপর চড়াও হয় বলো । এলোপাথাড়ি কোপাতে শুরু করে ।

আরও পড়ুন: Subrata Mukherjee: চা শ্রমিক আন্দোলনের মূল কারিগর সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে শোকাহত উত্তরবঙ্গ

ঘুম ভেঙে সেই দৃশ্য দেখে চিৎকার শুরু করে দেন পরিবারের বাকি সদস্যরা । তাতেই ছুটে আসেন পাড়া-প্রতিবেশি । বলোর হাত থেকে কুড়ল কেড়ে নিয়ে সকলে মিলে তাঁকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা আটকে দেন । তারপর ক্ষত বিক্ষত বিটকলকে নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

কিন্তু বিটকলের অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন । সেই নিয়ে তোড়জোড় চলাকালীন ঘণ্টা খানেকের মধ্যে হাসপাতালেই মৃত্যু হয় বিটকলের । এরপর স্থানীয়রাই পুলিশকে খবর দেন । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত বাগডোগরা থানার পুলিশ এসে বলোকে গ্রেফতার করে ।

আরও পড়ুন: Fire : কালীপুজোর রাতে শিলিগুড়িতে অগ্নিকাণ্ড, মৃত 1

প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরেই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে অভিযুক্ত । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (পশ্চিম, জোন 2) কুনওয়ার ভূষণ সিং বলেন, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷’’ মৃত বিটকলের দেহটি এ দিনই ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ৷ তারপর তা সৎকারের জন্য তুলে দেওয়া হয় পরিবারের হাতে ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.