Mamata-Abhishek to Visit Tripura: 6-7 ফেব্রুয়ারি দু’দিনের সফরে ত্রিপুরায় মমতা-অভিষেক

author img

By

Published : Jan 23, 2023, 2:32 PM IST

Mamata Abhishek

আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা ভোট (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে আগামী 6-7 ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচনী প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও ৷

আগরতলা (ত্রিপুরা), 23 জানুয়ারি: উত্তর পূর্ব ভারতের (North East India) রাজ্য ত্রিপুরাকে 2018 সালের গোড়া পর্যন্ত বামেদের শক্তঘাঁটি হিসেবেই চিনত মানুষ ৷ কিন্তু গেরুয়া ঝড়ে পাঁচ বছর আগে পতন হয়েছে সিপিএমের (CPIM) সরকারের ৷ সেই ভোটে মূল লড়াই সিপিএম ও বিজেপির (BJP) মধ্যে হয় ৷ কিন্তু এবার নির্বাচনী লড়াইয়ে দুই রাজনৈতিক দলের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress) ৷ তাই এই রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূলের চেয়ারপার্সন তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ আগামী মাসের 6 তারিখ ওই কর্মসূচি হওয়ার কথা ৷

আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ৷ সেখানে 60টি আসন রয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের সূত্রের খবর, সবক‘টি আসনেই প্রার্থী দিতে পারে ঘাসফুল শিবির ৷ সম্প্রতি কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ত্রিপুরার নেতৃত্ব ও ওই রাজ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেন ৷ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের বিষয়টি চূড়ান্ত হয় ৷ পাশাপাশি প্রার্থী তালিকা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় আসবেন দু’দিনের সফরে ৷ আগামী 6 ফেব্রুয়ারি তিনি আগরতলা পৌঁছাবেন ৷ পরদিন উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন ৷ তার পর নির্বাচনী সভাও করবেন ৷ সাংবাদিক বৈঠকও করতে পারেন তিনি ৷ তাঁর সঙ্গে এই সফরে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও ৷ বাংলার মুখ্যমন্ত্রীর আর কোনও কর্মসূচি থাকবে কি না, সেই বিষয়টি আগামী রবিবার স্পষ্ট হবে ৷ কারণ, সেদিন এই নিয়ে ত্রিপুরায় তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে ৷

প্রসঙ্গত, 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের হ্যাটট্রিক করার পর জাতীয়স্তরের রাজনীতিতে সংগঠন বৃদ্ধির প্রচেষ্টা শুরু করে তৃণমূল ৷ এর আগে তারা গোয়া বিধানসভা ভোটে লড়াই করেছে ৷ সেখানে আশানুরূপ ফল না হলেও তাঁদের চেষ্টা থেমে থাকেনি ৷ ইতিমধ্যে মেঘালয়ে কংগ্রেসের বিধায়কদের দলে টেনে তৃণমূলই হয়ে উঠেছে প্রধান বিরোধী দল ৷ ওই রাজ্যে এনপিপি ও বিজেপির সঙ্গে তাঁরাও প্রবলভাবে নির্বাচনী লড়াইয়ে রয়েছে ৷

2021 সাল থেকে ত্রিপুরাতেও সংগঠন বৃদ্ধির কাজ করছে তৃণমূল ৷ ত্রিপুরার পৌরভোটেও ঘাসফুল শিবির লড়াই করেছে ৷ ফল অবশ্য আশানুরূপ হয়নি ৷ তার পরও লড়াইয়ের ময়দান ছাড়েনি মমতার দল ৷ তাই আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের ফল কেমন হয়, সেই দিকেই নজর রয়েছে সকলের ৷

আরও পড়ুন: ত্রিপুরায় একা লড়ার সিদ্ধান্ত তৃণমূলের, সব আসনে দেওয়া হবে প্রার্থী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.