Malda Accident: দলীয় সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত 1, আহত 7 তৃণমূল কর্মী

author img

By

Published : Sep 29, 2022, 2:07 PM IST

Accident In Malda

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক সভার আয়োজন করেছিল মালাদ জেলা আইএনটিটিইউসি (Several People Injured in a Accident in Malda) ৷ সেই সভা শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 11 বছরের এক নাবালক ৷ আহতরা বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ও মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ৷

মালদা, 29 সেপ্টেম্বর: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেছিল জেলা আইএনটিটিইউসি (Several People Injured in a Accident in Malda) ৷ সেই সভা শেষ ফেরার পথে দুর্ঘটনা ৷ সভা ফেরত তৃণমূল কর্মীদের সঙ্গে টোটোর সংঘর্ষ হয় ৷ তাতেই মৃত্যু হয় 11 বছরের এক নাবালকের ৷ আহত হয়েছেন 7 তৃণমূল সমর্থক ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর এলাকায় ৷

পেট্রোপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মৃল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল রতুয়ায় জেলা আইএনটিটিইউসির তরফে এই প্রতিবাদ সভা ডাকা হয়েছিল ৷ সভা শেষে রাতে টোটোয় বাড়ি ফিরছিলেন স্থানীয় পুখুরিয়া সংলগ্ন খিরিয়া গ্রামের বেশ কয়েকজন ৷ রাস্তায় দ্রুতগতিতে আসা একটি গাড়ি টোটোটিকে ধাক্কা মারে ৷ তাজেই আহত হন সভা ফেরত কর্মী সমর্থকরা ৷ দুর্ঘটনার আওয়াজ শুনে স্থানীয়রাই এগিয়ে এসে উদ্ধার কার্যে হাত দেন ৷ আহতদের উদ্ধার করে প্রথমে মালতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখান থেকে গুরুতর আহত অবস্থায় শেখ সোনাদ্রি (25), জুরাজ নবি (22), মেহবুব আলম (11) ও খাবিমুল ইসলাম (10) কে মালদা মেডিক্যালে রেফার করা হয় ৷ রাতে মালদা মেডিক্যালে মারা যায় মেহবুব ৷

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল নাবালকের

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই মালদা মেডিক্যালে চলে আসেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল ৷ তিনি বলেন, “ঘাতক ছোট গাড়িটি গাজোল থেকে শ্রীপুরের দিকে আসছিল ৷ গাড়িটি বেশ দু’তিন জায়গায় ধাক্কা মেরে একটি টোটোকে ধাক্কা মারে ৷ ওই টোটোতে আমাদের দলের কর্মী-সমর্থকরা সভা শেষে বাড়ি ফিরে যাচ্ছিলেন ৷ দুর্ঘটনায় আহত দুটি শিশুর অবস্থা আশঙ্কাজনক ৷ বাকিরা মালতিপুর গ্রামীণ হাসপাতাল ও চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে ৷”

আরও পড়ুন: ভোররাতে শিলিগুড়িতে সড়ক দুর্ঘটনায় মৃত 1, আহত 3

মেহবুবের কাকা আশরাফুল হক বলেন, “আমরা সবাই তৃণমূল করি ৷ রাতে ফোনে শুনি, ভাইপো দুর্ঘটনার কবলে পড়েছে ৷ তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে যাই ৷ সেখান থেকে চারজনকে মালদা মেডিক্যালে পাঠিয়ে দেওয়া হয় ৷ গভীর রাতে ভাইপোর মৃত্যু হয়েছে ৷ পুলিশ ঘাতক গাড়ি ও তার মদ্যপ চালককে আটক করেছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.