Child Missing: 36 ঘণ্টা পার, এখনও নিখোঁজ হাইড্রেনে পড়ে যাওয়া শিশুকন্যা

author img

By

Published : Sep 26, 2022, 10:53 PM IST

Child Missing

খোলা হাইড্রেনে পড়ে নিখোঁজ নাবালিকা (Child Missing) ৷ ঘটনার 36 ঘণ্টা পড়েও উদ্ধার হয়নি শিশুকন্যার দেহ ৷ মানিকচক ব্লকের চৌকি মিরজাদপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামের ঘটনা ৷

মালদা, 26 সেপ্টেম্বর : বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে খেলছিল ছ’বছরের এক শিশুকন্যা ৷ সেই সময় অসাবধনতাবশত সে নাকি নির্মীয়মান হাইড্রেনে পড়ে যায় ৷ গ্রামেরই একজন সেই খবর দেন ওই শিশুর বাড়িতে ৷ নিখোঁজ শিশুর নাম সিদ্দিকা খাতুন ৷ দ্রুত বিষয়টি জানানো হয়েছে পুলিশকে ৷ ঘটনার পর প্রায় 36 ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে ৷ এখনও মেলেনি ওই শিশুর দেহ ৷ মানিকচক ব্লকের চৌকি মিরজাদপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে ঘটেছে মর্মান্তিক ঘটনাটি ৷

ইতিমধ্যেই নির্মীয়মান ওই হাইড্রেনটি এস্কেভেটার দিয়ে খুঁড়ে ফেলেছে মানিকচক থানার পুলিশ ৷ সিদ্দিকার খোঁজে নামানো হয়েছে পুলিশ কুকুরও ৷ ঘটনাস্থলে উপস্থিত মানিকচক থানার এক এসআই বলেন, “যতদূর জানা গিয়েছে, নিখোঁজ শিশুর সঙ্গে গ্রামের আরও কিছু বাচ্চা বৃষ্টির মধ্যে খেলছিল ৷ বাচ্চাদের কথায়, খেলার সময় এই বাচ্চাটি হাইড্রেনে পড়ে যায় ৷ আমরা গতকাল থেকে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ মেশিন দিয়ে নির্মীয়মান ড্রেনটি সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে ৷ আজ কুকুর দিয়েও তল্লাশি চালানো হল ৷ কিন্তু মেয়েটিকে পাইনি ৷ এই ড্রেনের সঙ্গে একটি ক্যানালের সংযোগ রয়েছে ৷ সেই ক্যানেলে ভেসে গিয়েছে কিনা, সেটাও আমরা খতিয়ে দেখছি ৷ নাবালিকাকে উদ্ধারের সবরকম চেষ্টা চলছে ৷”

গ্রামবাসীরা জানাচ্ছেন, গতকাল দুপুর দেড়টা নাগাদ প্রবল বৃষ্টি হচ্ছিল ৷ রাস্তাঘাটে জল জমে গিয়েছিল ৷ গ্রামে নির্মীয়মান হাইড্রেনটিও জলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল ৷ ড্রেনের অস্তিত্ব বোঝা যাচ্ছিল না ৷ হঠাৎ সে হাইড্রেনে পড়ে যায় ৷ তারপর থেকেই তার কোনও সন্ধান নেই ৷ এই প্রসঙ্গেই আমিনুর বিবি বলছেন, “24 ঘণ্টার বেশি সময় হয়ে গেল ৷ বাচ্চাটার কোনও খোঁজ নেই ৷ ওর কী হল, বোঝা যাচ্ছে না ৷” একই বক্তব্যের রেশ টেনেই আরেক গ্রামবাসী আজমুল বলেন, “মানিকচক থানায় খবর দেওয়া হয়েছে ৷ পুলিশও এসেছিল ৷ কিন্তু নাবালিকার কোনও খোঁজ নেই ৷”

এখনও নিখোঁজ হাইড্রেনে পড়ে যাওয়া শিশুকন্যা, পুলিশ কুকুর এনে চলছে দেহ উদ্ধারের চেষ্টা

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে গেল ট্রাক্টর-ট্রলি, মৃত কমপক্ষে 10

সিদ্দিকার বাবা মহম্মদ গিয়াসুদ্দিন বলছেন, “এলাকাবাসী বলছেন, মেয়ে নাকি হাইড্রেনে পড়ে গিয়েছিল ৷ আমি অবশ্য তা দেখিনি ৷ পুলিশ ও গ্রামবাসীরা মেয়েকে উদ্ধার করতে সবরকম চেষ্টা করছে ৷ আমার ধারণা, মেয়েকে কেউ বা কারা অপহরণ করে নিয়েছে ৷ নইলে তো সিদ্দিকার মৃতদেহ মিলত ! আমার সঙ্গে কারও শত্রুতা নেই ৷ কেন ওকে অপহরণ করা হবে, সেটাও মাথায় ঢুকছে না ৷ পুলিশের কাছে আমার একটাই আর্জি, আমার মেয়েকে খুঁজে বের করা হোক ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.