Student Credit Card : স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ না দিলে সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রাখবে না রাজ্য

author img

By

Published : Sep 17, 2021, 3:46 PM IST

west bengal government will take action against banks if they deny to sanction loan on Student Credit Card

রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ডের প্রেক্ষিতে আবেদনকারীকে ঋণ দিচ্ছে না বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ৷ ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ বিষয়টি নিয়ে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের চিঠি পাঠিয়েছেন তিনি ৷ তাতে সাফ জানানো হয়েছে, কোনও ব্যাঙ্ক এই আচরণ করলে সেই ব্যাঙ্ক থেকে সমস্ত অ্যাকাউন্ট অন্যত্র সরিয়ে নিয়ে যাবে রাজ্য সরকার ৷

কলকাতা, 17 সেপ্টেম্বর : রাজ্য সরকারের দেওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) বা কিষাণ ক্রেডিট কার্ডের (Kisan Credit Card) প্রেক্ষিতে আবেদনকারীকে ঋণ না দিলে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ শুক্রবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ এদিন এই মর্মে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকদের চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi) ৷ সূত্রের খবর, এই চিঠিতে রাজ্যের সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যসচিব ৷

আরও পড়ুন : Student Credit Card : জনসংযোগে ঘাটতি, দক্ষিণ দিনাজপুরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে নামমাত্র আবেদন জমা

মুখ্যসচিবের অভিযোগ, রাজ্যের সাধারণ ছাত্রছাত্রী ও কৃষকরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং কিষাণ ক্রেডিট কার্ডের প্রেক্ষিতে ঋণের আবেদন করছেন ৷ কিন্তু, ব্যাঙ্কগুলি তাঁদের ফিরিয়ে দিচ্ছে ৷ এমনকী, এক্ষেত্রে রাজ্য সরকার ব্যাঙ্কগুলির জন্য যে নিয়মকানুন বেঁধে দিয়েছে, তাও তারা মানছে না ৷ এর ফলে বহু দুঃস্থ পড়ুয়া ও অভাবী কৃষক সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ৷ বছরের এই সময়টায় নতুন পাঠক্রমে ভর্তি হওয়ার সময় ৷ কিন্তু ঋণ না পাওয়ায় ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারছে না ৷ ব্যাঙ্ক থেকে প্রত্যাখ্যাত হয়ে রাজ্য সরকারের কাছে অভিযোগ জানাচ্ছেন তাঁরা ৷ এমন বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই রাজ্যের কাছে জমা পড়েছে ৷ আর এই অভিযোগের ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, যে সমস্ত ব্যাঙ্ক সরকারি প্রকল্পে সহযোগিতা করবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷

এই ব্যাঙ্কগুলির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়েও এদিনের নির্দেশিকায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নবান্ন ৷ উল্লেখ্য, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিতে রাজ্য সরকারের একাধিক অ্য়াকাউন্ট রয়েছে ৷ যার মাধ্যমে মোটা টাকার লেনদেন চলে ৷ সারা বছর এই অ্যাকাউন্টগুলিতে বিশাল অঙ্কের টাকা জমা থাকে ৷ আগামী দিনে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ডের প্রেক্ষিতে আবেদনকারীকে ঋণ না দিলে ওই ব্যাঙ্কগুলি থেকে সরকারি সমস্ত অ্য়াকাউন্ট সরিয়ে নেওয়া হবে ৷ অর্থাৎ, নবান্নের বার্তা স্পষ্ট এবং কড়া ৷ ব্যাঙ্ক সাধারণ মানুষকে সরকারি সুবিধা পেতে যদি সহযোগিতা না করে, তাহলে ভবিষ্যতে ওই ব্যাঙ্কগুলিকেই সমস্যায় পড়তে হবে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : মমতার প্রকল্প নিয়ে আগ্রহ অন্য রাজ্যে

যদিও এই বিষয়ে ভিন্ন মত রয়েছে ব্যাঙ্কের কর্মী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কর্মী সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক অশোক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, ঋণ দিতে অস্বীকার করা ব্যাঙ্কের অধিকারের মধ্যে পড়ে ৷ তিনি বলেন, ‘‘অনেক কারণেই ব্যাঙ্ক ঋণ দিতে অস্বীকার করতে পারে ৷ ব্যাঙ্ক যদি মনে করে, গ্রাহককে দেওয়া ঋণ তামাদি (ঋণের টাকা ফেরত না পাওয়া) হয়ে যেতে পারে, কিংবা ঋণগ্রহিতার কাগজপত্র যদি সঠিক না থাকে, তাহলে ব্যাঙ্ক ঋণ দিতে অস্বীকার করতে পারে ৷ এক্ষেত্রে ব্যাঙ্কের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা যায় না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.