Calcutta HC DA Verdict : 14 লক্ষ সরকারি কর্মচারীর বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে

author img

By

Published : May 21, 2022, 10:25 AM IST

West Bengal DA Verdict

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মেটাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এই পরিস্থিতিতে বর্তমান ও অবসরপ্রাপ্ত সব মিলিয়ে প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারিকে কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘভাতা দিতে হবে (State Government to Pay DA to near about 14 Lakhs Employees) ৷ 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের উপর বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

কলকাতা, 21 মে : গতকালই ডিএ মামলায় সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট । যে রায়ে কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘভাতা আগামী তিন মাসের মধ্যে কর্মীদের মিটিয়ে দিতে হবে ৷ এই রায়ে সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া ৷ তবে, রাজ্য সরকারের জন্য আদও এটা সুখবর নয় ৷ টানা দু’বছর করোনার জেরে রাজস্ব আদায় কমেছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুবার বলতে শোনা গিয়েছে, যতটা আয় হচ্ছে তার সবটাই ব্যয় হয়েছে সরকারের ৷ কাজেই তাদের যুক্তি এই মুহূর্তে সরকারের কাছে টাকা নেই ৷ যদিও আদালত সেই যুক্তি খারিজ করে দিয়েছে ৷ এই অবস্থায় প্রশ্ন, আদালতের রায় মানতে হলে কত টাকা মহার্ঘভাতা দিতে হবে কর্মীদের (State Government to Pay DA to near about 14 Lakhs Employees) ?

এক্ষেত্রে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর নেতা মলয় মুখোপাধ্যায় যা বলেছেন তাতে, এখনই যদি রাজ্য সরকার বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মিটিয়ে দেয় সেক্ষেত্রে গ্রুপ ডি কর্মী পিছু কমপক্ষে 2 লক্ষ টাকা দিতে হবে রাজ্য সরকারকে ৷ সেক্ষেত্রে গ্রুপ সি-র সরকারি কর্মচারী পিছু দিতে হবে 2 লক্ষ 75 হাজার টাকা ৷ আর আপার ডিভিশন ক্লার্করা এক্ষেত্রে পেতে পারেন সাড়ে চার লক্ষ টাকা ৷

প্রসঙ্গত, আদালতের রায়ের পর ‘লিকার নির্ভর রাজস্ব ব্যবস্থা’য় চলা এই সরকারের পক্ষে একটা বড় চাপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ তাদের মতে, এই মুহূর্তে সরকারের অবস্থা ‘ধারে মা ভবানী’ (মূল প্রবাদে ভাড়ে শব্দটি রয়েছে) ৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প চালাতে নিয়ম করে ঋণ নিচ্ছে রাজ্য সরকার ৷ এই অবস্থায় এই বিপুল পরিমাণ অর্থ রাজ্য সরকারকে দিতে হলে সরকারের জন্য বাড়তি চাপ হবে বলে দাবি করা হচ্ছে ৷

আরও পড়ুন :

এ প্রসঙ্গে অর্থনৈতিক বিশেষজ্ঞ শান্তনু বসু বলেন, ‘‘এই বিপুল আর্থিক চাপের জন্য রাজ্য সরকারই দায়ী ৷ আদালত যে রায় দিয়েছে তাতে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার ৷ এই টাকাটা সরকারি কর্মচারীদের দিতেই হত ৷ সে ক্ষেত্রে ওই টাকা নিশ্চয়ই সরকারের কাছে গচ্ছিত রয়েছে অথবা অন্য খাতে ব্যবহার করা হয়েছে ৷ আর সে কারণেই এই বাড়তি চাপ সরকার নিজেই নিজের উপর তৈরি করেছে ৷’’

মলয় মুখোপাধ্যায়ের কথায়, ‘‘এই মুহূর্তে মহার্ঘভাতা যে শুধু বর্তমানে যারা কাজ করছেন এমন সরকারি কর্মচারীদের দিতে হবে তা নয় ৷ এই মহার্ঘভাতা 2009 সালের পর অবসরপ্রাপ্ত সমস্ত সরকারি কর্মচারীর প্রাপ্য ৷ কাজেই মোটের উপর সরকারের কত টাকা দিতে হবে তা এখনই বলা যাচ্ছে না ৷ তবে মোটের ওপর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত-পৌরসভা এবং আধা সরকারি সংস্থার কর্মচারী মিলিয়ে 8 লক্ষ কর্মচারীর ডিএ মেটাতে হবে সরকারকে ৷ সঙ্গে অবশ্যই থাকছেন প্রায় 6 লক্ষের মত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.