Post Poll Violence case : ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের বক্তব্য শুনবে শীর্ষ আদালত

author img

By

Published : Sep 20, 2021, 2:04 PM IST

Updated : Sep 20, 2021, 6:11 PM IST

supreme court will hear west bengal government's plea on post poll violence case

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজ্যের বক্তব্য শুনবে শীর্ষ আদালত ৷ আগামী 28 সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার ৷

নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার অভিযোগে রাজ্যের বক্তব্য শুনবে শীর্ষ আদালত ৷ আগামী 28 সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷ স্থির হয়েছে, ওই দিন বিচারপতি বিনীত সারন (Justice Vineet Saran) এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর (Justice Aniruddha Bose) ডিভিশন বেঞ্চে প্রথমেই মামলাটির শুনানি হবে ৷ তার জন্য, মামলায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সব পক্ষকেই আগামী শুক্রবারের মধ্যে শুনানি পূর্ববর্তী যাবতীয় প্রক্রিয়া সেরে ফেলার নির্দেশ দিয়েছে বেঞ্চ ৷ প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলির তদন্তভার সিবিআইকে আগেই দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার (West Bengal Government) ৷

আরও খবর : Post Poll Violence: সিবিআইয়ের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের

আদালতের তরফে স্থির করা হয়েছে, এই মামলায় শেষবারের মতো আগামী 28 সেপ্টেম্বর সওয়াল-জবাব শোনা হবে ৷ সেক্ষেত্রে বাদী-বিবাদী সব পক্ষেরই বক্তব্য জানা দরকার ৷ এইসব পক্ষের প্রতিনিধি হিসাবে ইতিমধ্য়েই হরিশ সালভে (Harish Salve), মহেশ জেঠমালানির (Mahesh Jethmalani) মতো নামী এবং প্রবীণ আইনজীবীরা আদালতে দাঁড়িয়ে তাঁদের মক্কেলদের হয়ে সওয়াল করেছেন ৷

সোমবার মামলায় রাজ্যের বক্তব্য পেশের আবেদন জানাতে গিয়ে প্রবীণ আইনজীবী কপিল সিবল (Kapil Sibal) একটি বিশেষ ঘটনা তুলে ধরেন ৷ তিনি আদালতকে জানান, ভোট পরবর্তী হিংসার ঘটনায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অথচ, যিনি খুন হয়েছেন বলে দাবি করা হচ্ছে, তিনি এখনও বেঁচে রয়েছেন ! এই কথা শোনার পরই বিচারপতিরা জানতে চান, ইতিমধ্যেই কি সিবিআই (CBI) এবং সিট (Special Investigation Team) তাদের তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে ? জবাবে কপিল জানান, খুন, ধর্ষণের অভিযোগগুলির তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ এবং অন্যান্য অভিযোগের তদন্তে রয়েছে সিট ৷ আর সিটের তদন্তে তদারকির দায়িত্বে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ৷

আরও খবর : Post Poll Violence: বিজেপি কর্মী খুনের তদন্তে মল্লারপুরে অভিযুক্তদের বাড়িতে সিবিআই হানা, আটক 1

এরপরই বেঞ্চের পক্ষ থেকে কপিল সিবলের কাছে জানতে চাওয়া হয়, তাঁর নিজের বক্তব্য পেশ করতে কতক্ষণ সময় লাগবে ? কপিল জানান, এই কাজের জন্য তাঁর দুই থেকে তিন ঘণ্টা সময় দরকার ৷ এরপরই বিচারপতি সারন জানান, তাহলে অন্য একদিন রাজ্যের বক্তব্য শুনবেন তাঁরা ৷ নির্ধারিত দিনে প্রথমেই এই মামলাটি শোনা হবে ৷ সেই সময় অন্য কোনও মামলার শুনানি হবে না ৷ এরপরই 28 সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয় ৷

Last Updated :Sep 20, 2021, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.