SSC recruitment scam: কাল পর্যন্ত এসএসসি ভবনের নিরাপত্তায় সিআরপিএফ-ই, প্রবল অস্বস্তিতে রাজ্য

author img

By

Published : May 19, 2022, 5:48 PM IST

SSC recruitment scam takes dramatic twist after SSC chairman resigns

চেয়ারম্যানের ইস্তফার পরই নাটকীয় মোড় নিল এসএসসি দুর্নীতি (SSC recruitment scam)৷ নজিরবিহীন ভাবে মধ্যরাতের শুনানিতে এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর রায়ের বিরুদ্ধে আজ ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার (SSC recruitment scam takes dramatic twist after SSC chairman resigns)৷ সেই মামলার শুনানিতে আদালত বলেছে, কাল পর্যন্ত এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফ-ই ৷

কলকাতা, 19 মে: এসএসসি দুর্নীতি (SSC recruitment scam) নিয়ে প্রবল অস্বস্তিতে রাজ্য ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মধ্যরাতের শুনানিকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার ৷ সেই মামলার শুনানিতে আজ আদালত জানিয়েছে, শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে ৷ ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীই থাকবে এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্বে ৷

কলকাতা হাইকোর্টে একের পর এক মামলায় দুর্নীতির ঝাঁপি খুলে গিয়েছে রাজ্যবাসীর সামনে ৷ অস্বস্তি চরমে ওঠে বুধবার ৷ একদিকে সিবিআই জেরার মুখে পড়তে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ অপরদিকে, মেয়ে অঙ্কিতাকে বেআইনি ভাবে শিক্ষক হিসেবে নিয়োগের অভিযোগ ওঠায় একইদিনে ছুটে বেড়াতে হয়েছে পরেশ অধিকারীকে ৷ রীতিমতো লুকোচুরি খেলছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ৷ এ সবের মাঝেই সন্ধেয় হঠাৎ পদত্যাগ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের ৷ তারপরই এসএসসি দুর্নীতি মামলায় আসে নাটকীয় মোড় (SSC recruitment scam takes dramatic twist after SSC chairman resigns)৷

চেয়ারম্যানের পদত্যাগের পর তড়িঘড়ি রাতের মধ্যেই যাবতীয় নথি-প্রমাণ নষ্ট করা হতে পারে ৷ এই আশঙ্কা প্রকাশ করে রাতেই হাইকোর্টে আপিল করা হয় ৷ অবিলম্বে তার শুনানিরও আর্জি জানান আবেদনকারীরা ৷ মধ্যরাতের শুনানিতে আবেদনকারীদের দাবি মঞ্জুর করে নজিরবিহীন ভাবে এসএসসি ভবনের সামনে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ যদিও তাঁর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার ৷ তবে সেই আপিলের শুনানিতে আদালত জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীই থাকবে এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্বে ৷

নাটকের শুরু বুধবার সন্ধ্যা 7টা নাগাদ ৷ সেই সময় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পদত্যাগ করেন । নবম, দশম গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষক এবং শিক্ষককর্মী নিয়োগে দুর্নীতির জেরেই তিনি আচমকা পদত্যাগ করেন বলে জানা গিয়েছে । সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমি এসএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছি।" চলতি বছরের জানুযারি মাসেই এসএসসি-তে বড়সড় রদবদল করা হয়েছিল । তখনই তৎকালীন চেয়ারম্যান শুভঙ্কর সরকারের জায়গায় আনা হয় সিদ্ধার্থ মজুমদারকে ।

হঠাৎই এসএসসি-র চেয়ারম্যান পদত্যাগ করায় গতকাল রাতেই পিটিশনারের আইনজীবীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এসএসসি-র নথি নষ্ট করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন । তাই কালবিলম্ব না করে মামলা শোনার আর্জি জানানো হয় । বিচারপতি গঙ্গোপাধ্যায় আবেদনকারীদের বলেন, রাতে কোর্ট বসানোর জন্য প্রধান বিচারপতির অনুমতি প্রয়োজন ৷ এরপর প্রধান বিচারপতির অনুমতি নিয়ে আবেদন গ্রহণ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন: CRPF vigil at SSC office: এসএসসি ভবনে সিআরপিএফ মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

এরপর তড়িঘড়ি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অফিসেই চলে শুনানি । শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । শুনানি শুরু হয় রাত 11টায় ৷ চলে প্রায় 12টা পর্যন্ত । সাম্প্রতিককালে হাইকোর্টে এত রাতে কোনও মামলার শুনানি হয়নি । নারদ কাণ্ডে সন্ধের মধ্যে আদালতের শুনানি শেষ হয়ে গিয়েছিল ।

শুনানির সময় আবেদনকারীর আইনজীবীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, রাতের মধ্যেই যাবতীয় নথি-প্রমাণ নষ্ট করে দেওয়া হতে পারে ৷ সেই কারণে অবিলম্বে এসএসসি অফিসে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেন তাঁরা । এই আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে বুধবার মধ্যরাত 12.30টা থেকে বৃহস্পতিবার বেলা 1টা পর্যন্ত সিআরপিএফ মোতায়েন থাকবে এবং কেউ সেখানে ঢুকতে বা সেখান থেকে বেরতে পারবেন না । হাইকোর্টে পরবর্তী শুনানি শুরু না হওয়া পর্যন্ত ওই বিল্ডিংয়ে এসএসসি আধিকারিক, পুলিশ কেউ প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

তিনি জানান, একমাত্র সিআরপিএফ-এর প্রবেশে কোনও নিষেধাজ্ঞা থাকবে না । গতকাল চেয়ারম্যান পদত্যাগ করার পর থেকে কে কে বিল্ডিং-এ প্রবেশ করেছেন বা ভবন থেকে বেরিয়েছেন তাঁদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজও আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি । যদিও সকালে বিচারপতি তাঁর নির্দেশে সামান্য সংশোধন করে জানান, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও স্টেনোগ্রাফার অফিসে ঢুকতে পারবেন । হাইকোর্টের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে আজ ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য সরকার ।

এসএসসি দুর্নীতি রাজ্যের শিক্ষা দফতরের অস্বস্তি বাড়িয়েছে তা বলাই বাহুল্য ৷ এর প্রভাব বিকাশ ভবনের উপরও স্পষ্ট বলে ধারণা ওয়াকিবহাল মহলের ৷ গতকালই জানা গিয়েছিল যে, আজ বিকাশ ভবনে বেলা তিনটের সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বাংলার আইক্লাউড অনুষ্ঠানটির উদ্বোধন করবেন ৷ তবে সেই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে । পাশাপাশি আজ বেলা 12টা থেকে উপাচার্যদের নিয়ে বিকাশ ভবনে ব্রাত্য বসুর যে বৈঠকটি করার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে ৷ জানা গিয়েছে, উপাচার্যদের শিক্ষা দফতর থেকে জানানো হয়েছে যে, শিক্ষামন্ত্রীর ইচ্ছা নেই বলেই বাতিল করা হয়েছে আজকের বৈঠক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.