Sovan Chatterjee : বেহালা নয়, মানিকতলা থেকে ঘাসফুলের রাজনীতিতে ফিরতে পারেন শোভন

author img

By

Published : Jun 23, 2022, 5:44 PM IST

Sovan Chatterjee may return to TMC from Maniktala

বুধবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে দেখা করেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee) ৷ তবে বেহালা নয়, এবার মানিকতলা থেকে রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারেন শোভন (Sovan Chatterjee May Comeback from Maniktala in TMC) ৷ তৃণমূল সূত্রে এমনই খবর মিলেছে ৷

কলকাতা, 23 জুন : ঘাসফুলে শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) ফেরাতে উদ্যোগী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । গতকাল শোভন-বৈশাখী দুজন মিলেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেছেন । সেই বৈঠক শেষে শোভন জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া রাজনৈতিক পথেই আগামিদিনে চলবেন তাঁর প্রিয় কানন ।

তৃণমূল সূত্রের খবর, ঘাসফুলে ফিরলেও হয়তো আর বেহালার জনপ্রতিনিধি হিসাবে ফেরা হচ্ছে না তাঁর । যতদূর জানা যাচ্ছে, সেখানে তৃণমূলের আস্থার পাত্র থাকছেন শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায় । কিন্তু শোভনকেও বিধানসভায় ফিরিয়ে আনতে পারে তৃণমূল । সেক্ষেত্রে আগামিদিনে তাঁর কাজ করার ক্ষেত্র হবে উত্তর কলকাতার মানিকতলা ।

রাজনৈতিক মহলের মতে, যেহেতু শোভন কলকাতার প্রাক্তন মেয়র । সেই হিসেবে মানিকতলায় তাঁর জনপ্রিয়তা থাকাটাই স্বাভাবিক ৷ সেই কারণে বেহালার বদলে মানিকতলা থেকে শোভনকে রাজনীতিতে প্রত্যাবর্তনের সুযোগ দিতে পারে তৃণমূল ৷

প্রসঙ্গত, মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক হিসেবে সাধন পান্ডের মৃত্যুর পর এখনও পর্যন্ত এই আসনটি ফাঁকাই রয়েছে । সেই আসনে শোভনকে এনে দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে পারেন তৃণমূল সুপ্রিমো । তবে এখনও পর্যন্ত যা খবর, তৃণমূলে ফেরার পর শোভন এবং রত্নার মধ্যে দ্বৈরথ চাইছেন না নেত্রী । দূরত্ব বজায় রাখতেই দক্ষিণে রত্না, উত্তরে শোভন চট্টোপাধ্যায়কে আসন ছেড়ে দেওয়া হতে পারে ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকালই রত্না চট্টোপাধ্যায় (TMC MLA Ratna Chatterjee) সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে অভিমান কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, তা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় । একমাত্র শোভন চট্টোপাধ্যায়ই জানেন । মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, যিনি ভালোও বাসতে পারেন, অত্যন্ত কাছে টানতে পারেন, আবার অন্যায় করলে বকাবকিও করতে পারেন । তাতে এত অভিমান হল যে মুখের উপর পদত্যাগপত্র ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেলেন ! তিন-সাড়ে তিন বছর রাজনীতি থেকে দূরে রইলেন । তৃণমূল করতে পারবেন না বলে অন্য দলে গেলেন মাঝে ।

তিনি আরও বলেন, ‘‘সেখানে মোহভঙ্গ হয়ে এখন আবার ফিরে আসতে চাইছেন । আমার মনে হয় শোভন চট্টোপাধ্যায়ের মতো বুদ্ধিমান রাজনীতিকের পক্ষে এটা বেমানান । ওঁকে জ্ঞান দেওয়ার ক্ষমতা নেই আমার । তবে অভিমান যদি ভেঙে গিয়ে থাকে, তাহলে পরে দিদি বকলেও যেন অভিমান হিসেবে নেন । ছোট ভাই বলেই বকাবকি গ্রহণ করেন ।’’

রাজনৈতিক মহলের বক্তব্য, এর থেকে পরিষ্কার রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই হয়তো শোভনের ফেরা নিশ্চিত করেছে তৃণমূল । এই অবস্থায় এটাও ঠিক রত্না চট্টোপাধ্যায়ের জন্য জায়গা নিশ্চিত করেই শোভন চট্টোপাধ্যায়কে জায়গা দিচ্ছে ঘাসফুল শিবির ।

আরও পড়ুন : Sovan-Baishakhi at Nabanna: অভিমানের প্রাচীর ভেঙেছে ! নবান্নের বৈঠক থেকে বেরিয়ে প্রতিক্রিয়া বৈশাখীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.