Train cancelled for Agnipath protest: অগ্নিপথ বিক্ষোভ: আজও বাতিল কোন কোন ট্রেন? কোনগুলির সময়সূচিতে বদল ?

author img

By

Published : Jun 20, 2022, 3:36 PM IST

Regulation and cancellation of trains for Agnipath protest

অগ্নিপথ বিক্ষোভের জেরে আজও বাতিল হল বেশ কয়েকটি ট্রেন (Train cancelled for Agnipath protest)৷ বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতেও বদল আনা হল (Agnipath scheme protest)৷

কলকাতা, 20 জুন: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের আগুন দেশজুড়ে (Train cancelled for Agnipath protest)। অশান্তি ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেও । বিক্ষোভ দেখিয়ে রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় । কোথাও রেললাইনে নেমে বিক্ষোভ দেখানো হচ্ছে, আবার কোথাও একটি গোটা ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । ভাঙচুর করা হচ্ছে ট্রেন । সেই কারণে গত কয়েকদিন ধরেই বাতিল করা হচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেন । পাশাপাশি সময়সূচিও পরিবর্তন করা হচ্ছে (Agnipath scheme protest)। আজও তার অন্যথা হল না (Regulation and cancellation of trains)৷

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে,

কলকাতা - দ্বারভাঙা এক্সপ্রেস

হাওড়া-জয়নগর এক্সপ্রেস

হাওড়া-আজমগড় এক্সপ্রেস

12023 হাওড়া-পাটনা জনশতাব্দি এক্সপ্রেস

13009 হাওড়া-যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস

12987 শিয়ালদা-আজমের এক্সপ্রেস

যে ট্রেনগুলির সময় পরিবর্তন করা হয়েছে,

12303 হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস

12371 হাওড়া-বিকানের এক্সপ্রেস

12273 হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস

13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস

13025 হাওড়া-ভোপাল উইকলি এক্সপ্রেস

12369 হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস

22317 শিয়ালদা-জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস

13409 মালদা টাউন-কিউলি ইন্টারসিটি এক্সপ্রেস

13410 কিউলি-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস

13413 মালদা টাউন-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস

আরও পড়ুন: Agnipath Scheme Protests: ‘অগ্নিপথ’ প্রতিবাদে আজ ভারত বনধ, দিল্লি-সহ সব রাজ্যে বাড়তি নিরাপত্তা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.