Duare Ration: দুয়ারে রেশন প্রকল্পে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে রেশন ডিলাররা

author img

By

Published : Sep 16, 2021, 2:32 PM IST

Ration Dealers are file a Case against Duare Ration Project to Division Bench of Calcutta High Court

দুয়ারে রেশন প্রকল্পে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন মামলাকারী ডিলার ৷ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলাটি গ্রহণ করলেও, এর শুনানির দিন এখনও জানানো হয়নি ৷

কলকাতা 16 সেপ্টেম্বর : দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে আপিল করল রেশন ডিলারদের একাংশ ৷ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে ৷ আজ সকালে রেশন ডিলারদের আইনজীবী বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলাটি পেশ করেন ৷ সেই সঙ্গে যাতে মামলার দ্রুত শুনানি করা হয়, সেই আবেদন জানিয়েছিলেন আইনজীবীরা ৷ তবে, বিচারপতি সুব্রত তালুকদার মামলাটি দায়ের করার অনুমতি দিলেও, দ্রুত শুনানির প্রয়োজন আছে বলে মনে করেননি ৷ তাই এখনই শুনানির দিন ঘোষণা করেনি আদালত ৷ আগামী সপ্তাহে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

উল্লেখ্য, রাজ্য সরকারের দুয়ারে রেশন প্রকল্প কেন্দ্রীয় খাদ্য আইনের পরিপন্থী এবং ডিলারদের আর্থিক ক্ষতি করে রাজ্য এই প্রকল্প তাদের উপর চাপাতে চাইছে ৷ এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের রেশন ডিলারদের একাংশ ৷ কিন্তু গতকাল বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ রেশন ডিলারদের ওই দাবি খারিজ করে দিয়েছিলেন ৷ রাজ্য সরকারের এই প্রকল্পে আদালত হস্তক্ষেপ করবে না বলে, গতকালের রায়ে জানিয়েছিলেন বিচারপতি ৷

আরও পড়ুন : Calcutta High Court : দুয়ারে রেশন প্রকল্পে স্থগিতাদেশ নয়, ডিলারদের আবেদন খারিজ করল হাইকোর্ট

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যে গতকাল থেকেই চালু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প ৷ পরীক্ষামূলকভাবে রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছে ৷ যেখানে গ্রাহকদের দুয়ারে রেশন পৌঁছে দেবেন ডিলাররা ৷ তার জন্য বাড়ানো হয়েছে রেশন ডিলারদের কমিশনও ৷ কিন্তু, ডিলারদের একটা অংশের দাবি, রাজ্য সরকার কমিশন বাড়ালেও এই প্রকল্পের পরিকাঠামো ও পরিবহণ সংক্রান্ত খরচ বহন করতে হবে ডিলারদের ৷ ফলে রেশন ডিলাররা আর্থিক ক্ষতির মুখে পড়বে ৷ এই দাবিতে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ডিলারদের একটি অংশ ৷ বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে মামলাটি দু’দিন ধরে শুনানি হয় ৷

আরও পড়ুন : Visva-Bharati University : বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ ও বিক্ষোভকারী পড়ুয়াদের ভর্ৎসনা হাইকোর্টের

যেখানে সরকারের তরফে জানানো হয়েছিল, এই প্রকল্প রাজ্য বর্তমানে পরীক্ষামূলকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে দুয়ারে রেশন চালু করছে ৷ যদি সাফল্য মেলে ভবিষ্যতে এই প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়া হবে ৷ প্রকল্প চালানোর জন্য রেশন ডিলারদের যে অতিরিক্ত খরচ দিচ্ছে রাজ্য ৷ তা সত্ত্বেও কিছু অসাধু রেশন ডিলার রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করে দেওয়ার চেষ্টায় আদালতে মামলা করেছেন ৷ বিচারপতি সিনহা সব দিক খতিয়ে দেখে গতকাল তাঁর নির্দেশে জানান, গোটা বিশ্বেই করোনা পরিস্থিতির মধ্যে দুয়ারে রেশন প্রকল্প বলা যায় সময়ের দাবি ৷ পাশাপাশি রাজ্য সরকার এটা পরীক্ষামূলকভাবে চালু করছে ৷ সেই কারণে আদালত আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না ৷

আরও পড়ুন : Teacher Transfer : চুক্তিভিত্তিক শিক্ষিকার বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.