Rain in Kolkata due to Asani: অশনি আগমনে কলকাতায় শুরু ভারী বর্ষণ ! আগামী দুদিন কোথায় কোথায় বৃষ্টি ?

author img

By

Published : May 9, 2022, 11:38 AM IST

rain forecast in South Bengal due to cyclone Asani

ঘূর্ণিঝড় অশনির (Cyclone Asani) আগমনে কলকাতায় শুরু হল ভারী বৃষ্টি (rain forecast in South Bengal)৷ আগামী দুদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Rain in Kolkata due to Asani)৷

কলকাতা, 9 মে: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সাতসকালে ভিজল মহানগরী (rain forecast in South Bengal)৷ বেশ কিছুক্ষণ ধরে জোর বৃষ্টি হল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে । আগামী দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Cyclone Asani)৷

সোমবার ভোর থেকেই ছিল মেঘলা আকাশ । হাওয়াও সে ভাবে ছিল না । ফলে গুমোট আবহের মধ্যে কিছুক্ষণের নাগাড়ে বৃষ্টি স্বস্তি এনে দিল মানুষের মধ্যে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়াতে । ঝড় বৃষ্টি হলেও অশনি আসার ভয় নেই বলে মনে করছে হাওয়া অফিস । কারণ ঘূর্ণিঝড় অশনি বঙ্গে আছড়ে পড়ার সম্ভাবনা কার্যত নেই । তবে তার জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী দুদিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে (Rain in Kolkata due to Asani)।

আরও পড়ুন: West Bengal Weather Update : শক্তি বাড়ালেও বঙ্গে 'অশনি' সংকেত নেই

ঘূর্ণিঝড়ের জেরে মঙ্গল থেকে বৃহস্পতি দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে ৷ বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । পাশাপাশি 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে । 11 এবং 12মে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । আবহাওয়া দফতর জানিয়েছে, বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.