Priyanka Tibrewal : প্রিয়াঙ্কার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ, জবাব তলব কমিশনের

author img

By

Published : Sep 15, 2021, 4:28 PM IST

Updated : Sep 15, 2021, 5:56 PM IST

Priyanka Tibrewal

ভবানীপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একদিকে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ ভারতীয় জনতা পার্টির ৷ এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোভিডবিধি ভাঙার অভিযোগ ৷ ভবানীপুরের উপনির্বাচন ঘিরে বাড়ছে চাপানউতোর ৷

কলকাতা, 15 সেপ্টেম্বর : মঙ্গলবারই মমতার বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি ৷ আর বুধবার ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ তাদের নালিশের ভিত্তিতে প্রিয়াঙ্কার টিবরেওয়ালের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷

অভিযোগের ভিত্তিতে বুধবার কমিশন বিজেপি প্রার্থীকে চিঠি পাঠিয়েছে ৷ চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন প্রিয়াঙ্কা ৷ তৃণমূল কংগ্রেসের অভিযোগ অনুসারে ভবানীপুরের বিজেপি প্রার্থী করোনা স্বাস্থ্যবিধি-সহ আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সময় প্রিয়াঙ্কা কোভিডবিধি ভেঙেছিলেন ৷ করোনা পরিস্থিতিতে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে সর্বাধিক কতজন যেতে পারবে সেই বিষয় নিষেধাজ্ঞা ছিল নির্বাচন কমিশনের। তা সত্ত্বেও প্রিয়াঙ্কাদেবী মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় নিষেধাজ্ঞার তোয়াক্কা না-করে একাধিক সমর্থককে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তৃণমূলের অভিযোগ যে, তাঁর সঙ্গে বহু গাড়ি ও তাতে দলীয় পতাকাও ছিল ৷

আরও পড়ুন : মমতার বিরুদ্ধে হলফনামায় তথ্যগোপনের অভিযোগে কমিশনের দ্বারস্থ বিজেপি

যদিও এই অভিযোগ মানতে নারাজ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল । তিনি বলেন, তিনি কমিশনের চিঠি পেয়েছেন এবং তার জবাবও দেবেন। তবে তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তিনি কোভিডবিধি বা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেননি ৷ কারণ শুভেন্দু অধিকারী সেদিন তাঁর সঙ্গে থাকলেও তিনি গাড়িতেই বসে ছিলেন ৷ অন্যদিকে অর্জুন সিং, দীনেশ ত্রিবেদীরা অন্য গাড়িতে সোজা কমিশনের দফতরে যান ৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, "কমিশনের অফিসের বাইরে যখন এতই ভিড় জমেছিল, তখন জমায়েতকারীদের সরিয়ে দেওয়া হয়নি কেন ?" একই সঙ্গে তিনি তৃণমূলকে কটাক্ষ করে জানান, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে ৷ তাই তারা যে কোনও উপায়ে তার প্রচার আটকাতে চাইছে ৷

Last Updated :Sep 15, 2021, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.