Censure Motion: রাজ্যপালকে উস্কানি ! বিজেপি বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব রাজ্যের

author img

By

Published : Jun 22, 2022, 9:07 PM IST

Partha Chatterjee introduce Censure Motion against bjp mlas

রাজ্যের নিয়ন্ত্রণাধীন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে আইনি সংশোধনী-সহ একাধিক বিল বিধানসভায় পাশ হয়ে গেলেও সেগুলি এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ মঙ্গলবার রাজভবনে গিয়ে তাঁকে সেই বিলগুলি স্বাক্ষর করতে মানা করেন বিজেপি বিধায়করা ৷ এরই প্রেক্ষিতে বুধবার বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব (Censure Motion) পেশ করেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷

কলকাতা, 22 জুন: বিজেপি বিধায়কদের আচরণের বিরোধিতায় বুধবার বিধানসভার অধিবেশনে নিন্দা প্রস্তাব (Censure Motion) পেশ করল সরকারপক্ষ ৷ এদিন বিধানসভার অধিবেশনের দ্বিতীয়ার্ধে নিন্দা প্রস্তাব নিয়ে আসেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ মঙ্গলবারের একটি ঘটনা ঘিরেই এই পদক্ষেপ করেছে রাজ্য সরকার ৷

উল্লেখ্য, রাজ্যের নিয়ন্ত্রণে থাকা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে আইনি সংশোধনী-সহ একাধিক বিল বিধানসভায় পাশ হয়ে গেলেও সেগুলি এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ মঙ্গলবার বিজেপি বিধায়করা বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যান ৷ সেখানে রাজ্যপালের কাছে তাঁরা আবেদন জানান, তিনি যেন সংশ্লিষ্ট বিলগুলিতে স্বাক্ষর না করেন ৷ পরবর্তীতে রাজ্যপালের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেকটি বিলই খতিয়ে দেখা হবে ৷ যদি সেগুলি আইন মোতাবেক সঠিক হয়, তাহলে তিনি সেই বিলে স্বাক্ষর করবেন ৷ না-হলে করবেন না ৷

আরও পড়ুন: BJP MLAs Suspension: জমা পড়েনি ত্রুটিমুক্ত আবেদন, এখনও সাসপেন্ড বিজেপি'র সাত বিধায়ক

বিজেপি বিধায়কদের এমন আচরণের নিন্দা করেছে সরকারপক্ষ ৷ অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায়ও জানিয়েছেন, বিরোধী শিবিরের হলেও বিজেপি বিধায়করা বিধানসভার সদস্য ৷ তাই তাঁদের এমন আচরণে বিধানসভার গরিমা ক্ষুণ্ণ হয়েছে ৷ একই যুক্তিতে এদিন বিজেপি বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনেছেন পার্থ ৷

এদিনের এই পদক্ষেপ প্রসঙ্গে রাজ্য়ের পরিষদীয় মন্ত্রী বলেন, বিরোধী দলের সদস্যরা রাজভবনে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ৷ বিল পাশের সময় বিধানসভার ভোটাভুটিতে তাঁরাও অংশগ্রহণ করেছিলেন ৷ কিন্তু, তাঁরা হেরে যান ৷ তাঁরা নিজেরা আইনসভার সদস্য হয়েও সভার সম্মান নষ্ট করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.