Arms Recovered in Narkeldanga : নারকেলডাঙায় বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় মারধর, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার 1

author img

By

Published : Apr 19, 2022, 12:14 PM IST

Man Beaten for Protest Against Hooking in Narkeldanga

বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ (Man Beaten for Protesting Against Hooking in Narkeldanga) উঠল ৷ বন্দুকের বাট দিয়ে প্রতিবাদী ব্যক্তির মাথায় একাধিকবার আঘাত করা হয় বলে অভিযোগ ৷ নারকেলডাঙার কসাই বস্তির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রটি (Arms Recovered in Narkeldanga) ৷

কলকাতা, 19 এপ্রিল : শহরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য ৷ এ বার বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ (Man Beaten for Protest Against Hooking in Narkeldanga) উঠল ৷ ঘটনাস্থল নারকেলডাঙা থানা এলাকার কসাই বস্তি ৷

কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তের নাম মহম্মদ শাহিদ ৷ তাঁর বাড়ি কলকাতার পটুয়াপাড়া লেনে ৷ অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল (Arms Recovered in Narkeldanga) ৷ লালবাজার সূত্রের খবর, গুলি চলার কোনও ঘটনা ঘটেনি ৷

অভিযোগ, ওই এলাকায় বেশ কিছু দিন ধরে বিদ্যুৎ চুরি করছিলেন মহম্মদ শাহিদ নামে ধৃত ওই যুবক ৷ যার প্রতিবাদ করেন এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াসিম ৷ গত রাতে দু’জনের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয় ৷ অভিযোগ, তর্কাতর্কির মাঝেই পকেট থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র বের করে মহম্মদ শাহিদ, ওয়াসিমের উপর চড়াও হন ৷ পুলিশ সূত্রে খবর, গুলি না চললেও, ধৃত মহম্মদ শাহিদ বন্দুকের বাট দিয়ে মহম্মদ ওয়াসিমকে মাথায় এলোপাথাড়ি ভাবে একাধিক বার আঘাত করেন ৷

আরও পড়ুন : CCTV Footage of Lake Gardens Syndicate Clash : লেক গার্ডেন্সে সিন্ডিকেটের মারামারির ঘটনায় প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, গ্রেফতার 11

ওয়াসিমের চিৎকার শুনে লোকজন বেরিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান শাহিদ ৷ রাতে স্থানীয় নারকেলডাঙা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মহম্মদ ওয়াসিমের পরিবার ৷ অভিযোগ পেয়ে শাহিদকে গ্রেফতার করে নারকেলডাঙা থানার পুলিশ ৷ শাহিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ তবে তা শাহিদের কাছে কীভাবে পৌঁছল ? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 304 ধারায় খুনের চেষ্টা-সহ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.