Adhir Chowdhury: 'চোরদের বাঁচাতেই মোদির গুণগান গাইছেন দিদি', তোপ অধীরের

author img

By

Published : Sep 20, 2022, 10:08 AM IST

Updated : Sep 20, 2022, 11:08 AM IST

mamata-banerjee-praises-narendra-modi-to-save-thieves-says-adhir-chowdhury

ইডি-সিবিআই হানা নিয়ে বিধানসভায় প্রধানমন্ত্রী (Narendra Modi) সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: সোমবার বিধানসভায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তার বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব পাশ করেছে রাজ্য সরকার ৷ 189-64 ফলফলে সেই প্রস্তাব পাশ হয়েছে ৷ এই প্রস্তাব নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সার্টিফিকেট দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি বলেন, ‘‘আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদি (Narendra Modi) করছেন ৷ বিজেপি নেতারা করছেন ৷’’ মমতার এই মন্তব্যকে হাতিয়ার করে, ফের একবার ‘মোদি-মমতা আতাঁত’ এর তত্ত্ব তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury) ৷

মুখ্যমন্ত্রীকে নিশানা করে অধীর বলেন, ‘‘দিদি তাঁর চোর ভাইদের বাঁচাতেই মোদির গুণগান গাইছেন ৷ মোদি-দিদির আতাঁত আজকের নয়, বহুদিনের ৷ আগেও ছিল, আগামীতেও থাকবে ৷’’ এখানেই থামেননি অধীর চৌধুরী ৷ তিনি আরও বলেন, ‘‘ভোটের সময় দিদি একদিন বিষোদগার করে বলেছিলেন, মোদিকে কোমড়ে দড়ি দিয়ে ঘোরাবেন ৷ এখন সেই মোদিকেই ভালো লাগছে ৷ কারণ, গত ভোটে বাংলায় সম্প্রদায়িক রাজনীতিতে মোদি-দিদি দু’জনেই উপকৃত হয়েছেন ৷’’

তাই, পরস্পরের বন্ধুত্ব, যা ধামাচাপা দেওয়া ছিল, তা আজকে বেরিয়ে আসছে বলে দাবি করেন অধীর চৌধুরী ৷ প্রদেশ কংগ্রেস সভাপতি মমতার বিধানসভায় করা মন্তব্যকে নিয়ে বলেন, ‘‘এখন দিদিকে বাঁচতে হচ্ছে ইডির (ED) হাত থেকে, সিবিআইয়ের হাত থেকে ৷ তাই, বেশি বেশি করে মোদির গুণগান গাইছেন দিদি ৷ মোদির ভজনা ছাড়া দিদি চোরদের বাঁচাবেন কী করে ? তাই বারে বারে মোদির ভজনা করেই দিদি নিজের দলকে, নিজের পরিবারকে বাঁচতে চাইছেন ৷’’

আরও পড়ুন: ইডি-সিবিআইয়ের অভিযানের পিছনে মোদির মদত ! বিশ্বাস করেন না মমতা

নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আতাঁতের কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন অধীর ৷ অভিযোগ করেন, ‘‘এই আতাঁতের কথা আমরা বহুবার বলেছি ৷ যতদিন যাবে এই আঁতাতের আরও স্পষ্ট হবে ৷ রাষ্ট্রপতি নির্বাচনে দেখেছেন ৷ উপরাষ্ট্রপতি নির্বাচনেও দেখেছেন কীভাবে দিদি ট্রয় নগরীর ঘোড়ার মতো মোদির হয়ে দালালি করলেন ৷ বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কে জেতাতে বিরোধী ঐক্যের বিরুদ্ধে গিয়ে ভোটদান থেকে বিরত থাকলেন ৷’’ তাই অধীরের দাবি মোদি-মমতা এই পারস্পরিক বোঝাপড়া আগামী দিনেও থাকবে ৷ আর বিধানসভায় মোদির স্তুতি তারই নির্দশন মাত্র বলে মত অধীরের ৷

Last Updated :Sep 20, 2022, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.