Mamata Banerjee: সবাই যখন ঠাকুর দেখেন, আমি তখন পাহারা দিই ! শ্রীভূমির মঞ্চে বললেন মমতা

author img

By

Published : Sep 22, 2022, 7:46 PM IST

Mamata Banerjee claims herself as the security guard of people

লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sree Bhumi Sporting Club) পুজো উদ্বোধন করতে এসে নিজেকে মানুষের পাহারাদার বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ পুজোর আবহে (Durga Puja 2022) হঠাৎ একথা কেন বললেন তিনি ?

কলকাতা, 22 সেপ্টেম্বর: একজন বলেন, তিনি সারা দেশের চৌকিদার ৷ আর একজন বললেন, তিনি মানুষের পাহারাদার ৷ বৃহস্পতিবার নিজের পরিচয় এভাবেই দিলেন বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এদিন লেকটাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sree Bhumi Sporting Club) পুজো উদ্বোধন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই মঞ্চেই বিধায়ক সুজিত বসুকে (Sujit Bose) সতর্ক করলেন 'দিদি' ! বুঝিয়ে দিলেন পুজোর নামে কোনও অনিয়ম বরদাস্ত করবেন না তিনি ৷ কারণ, সবার আগে তিনি জনগণের পাহারাদার ৷ ঠিক যেমন মোদি বলেন, তিনি দেশবাসীর চৌকিদার !

প্রসঙ্গত, শ্রীভূমির এই পুজো লোকমুখে 'সুজিত বসুর পুজো' নামেই পরিচিত ৷ প্রতিবারই এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় ৷ এবারও (Durga Puja 2022) তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে ৷ প্রতিবারই এই পুজোর জন্য ভোগান্তির শিকার হতে হয় আমজনতাকে ৷ শ্রীভূমি লাগোয়া সমস্ত রাস্তায় ভিড়ের চাপে যানচলাচল কার্যত বন্ধ হয়ে যায় ৷ এ নিয়ে মানুষের অভিযোগ অনেক ৷ কেউ কেউ বলেন, উদ্যোক্তাদের আয়োজনের জন্যই অযথা ভিড় বাড়ে এখানে ৷ ইচ্ছাকৃতভাবেই এমনটা করা হয় বলে কোনও কোনও মহলের দাবি ৷

নিজেকে মানুষের পাহারাদার বলে দাবি মমতার ৷

আরও পড়ুন: ইউনেসকোর স্বীকৃতির পরও ব্রাত্য কুমোরটুলির শিল্পীরা

এদিকে, এবারের পুজো নানা কারণে গুরুত্বপূর্ণ ৷ প্রথমত, এবারই কলকাতার পুজোকে হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ৷ ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতির পর পুজো ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক, তা রাজ্য সরকারের কাছে কখনই কাম্য নয় ৷ এদিকে, গত বছর এই শ্রীভূমিতেই বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি করা হয়েছিল ৷ তার লেজার লাইটে বিপাকে পড়েন বিমানচালকরা ৷ পরে সেই আলো বন্ধ করে দিতে হয় ৷ যদিও তাতে বিতর্ক থামেনি ৷ এছাড়া, বর্তমানে একের পর এক দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার তথা শাসকদল কিছুটা হলেও কোণঠাসা ৷ এই সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বিরোধীরা তা ইস্যু করতে কালক্ষেপ করবে না ৷

জল্পনা আরও শোনা যাচ্ছে ৷ সূত্রের দাবি, বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) বিজেপি থেকে তৃণমূলে ফেরায় নাকি খুশি নন সুজিত ৷ যদিও তৃণমূলে ফেরার পর থেকে সব্যসাচীকে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি ৷ কিন্তু, সেই ঘটনার জেরে তৃণমূলের অন্দরে কিছু মন কষাকষি নাকি আজও রয়ে গিয়েছে ! তাহলে কি অন্দরের সেই দ্বন্দ্বের জেরেই এভাবে প্রকাশ্যে দলীয় বিধায়ককে সতর্ক করে দিলেন মমতা ? বুঝিয়ে দিলেন তাঁর কাছে মানুষ আগে ? মনে করিয়ে দিলেন, তাঁদের সকলের কাঁধেই অনেক দায়িত্ব রয়েছে ৷ কোনও কারণেই সেই দায়িত্ব থেকে বিচ্যুতি ঘটা চলবে না ৷

ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, এদিন আসলে শুধুমাত্র সুজিত বসুকে নয়, আমজনতাকেও বার্তা দিতে চেয়েছেন মমতা ৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলকে নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে ৷ মমতা যদিও যাবতীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন ৷ কিন্তু, এই মমতাই আবার অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে ফেরত আনার কথা বলেছেন ৷ যার জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তৃণমূলনেত্রীকে ৷ এই প্রেক্ষাপটে এদিনের প্রকাশ্য মঞ্চে সুজিতকে সতর্ক করে মমতা আদতে নিজেকে ফের একবার জননেত্রী হিসাবেই প্রমাণ করতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ আর সেটা করতে গিয়েই নিজেকে মানুষের পাহারাদার বলে উল্লেখ করেছেন তিনি ৷ ঠিক যেমন নরেন্দ্র মোদি নিজেকে চৌকিদার বলে দাবি করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.