Mamata Banerjee : লক্ষ্য 2024, দিল্লি গেলেন মমতা, কটাক্ষ বিজেপির

author img

By

Published : Jul 26, 2021, 3:28 PM IST

Updated : Jul 26, 2021, 7:48 PM IST

কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় ৷

পাঁচদিনের দিল্লি সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি ৷ তিনটে চল্লিশের বিমানে দিল্লি রওনা দেন তিনি ৷ আগামিকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন ৷ তবে চমক হল বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক ৷ তবে কটাক্ষ করে বিজেপির তরফে বলা হয়েছে, তাঁর এই সফর সফল হবে না ৷

কলকাতা, 26 জুলাই : টার্গেট 2024 । সোমবার দুপুরে পাঁচদিনের সফরে দিল্লি রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সঙ্গে যাচ্ছেন মুকুল রায় ৷ দিল্লিতে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷ বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে জানা গিয়েছে ৷ এনিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি ৷ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এই প্রসঙ্গে বলেন, "কোভিডে জাল টিকা, ভোট-পরবর্তী হিংসা এবং অন্যান্য বিষয় নিয়ে সমালোচনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন রাজ্য থেকে দূরে থাকতে চান । তাই তাঁর এই দিল্লি সফর ৷ বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার তাঁর প্রচেষ্টা সফল হবে না ৷"

দিল্লি দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে । মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার আগেই তাঁকে নিয়ে দিল্লির রাজনীতিতে নয়া জল্পনা তৈরি হয়েছে ৷ কী হয় দিল্লিতে, গোটা দেশ তাকিয়ে রয়েছে সেদিকেই ।

সোমবার বিকেল তিনটে চল্লিশের বিমানে দিল্লির উদ্দেশ্য রওনা দেন মমতা ৷ ফেরার কথা রয়েছে 30 জুলাই ৷ দিল্লিতে থাকছেন চার দিন ৷ এদিন কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷

সোমবার দিল্লি সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2024-কে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের দিকে তাকিয়ে গোটা দেশ । কারণ আগেই তিনি দিল্লি এসে বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা ঘোষণা করেছেন ৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে সাক্ষাৎ করবেন এটা আগেই জানিয়ে দিয়েছেন মমতা । প্রথমে 28 জুলাই, বুধবার তাঁর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা ছিল ৷ তবে এখন শোনা যাচ্ছে বৈঠকের সূচি এগিয়েছে ৷ আগামিকালই তিনি দেখা করতে পারেন প্রধানমন্ত্রী সঙ্গে । রাজ্যের দাবি-দাওয়া, রাজ্যের বকেয়া কেন্দ্রীয় প্রকল্পের অর্থ-সহ একাধিক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর কথা হতে পারেন ৷ পাশাপাশি যেভাবে বাংলার বুকে করোনা ভ্যাকসিনের আকাল শুরু হয়েছে তাতে এই বিষয়টি প্রধানমন্ত্রীর গোচরে আনতে পারেন তিনি ।

বিরোধী নেতাদের মধ্যে যাঁদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করার কথা রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান নাম সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির (Rahul Gandhi) ৷ এছাড়া তিনি দেখা করতে পারেন সংসদে থাকা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে । দেখা করবেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সঙ্গে ।

2021 সালের প্রথম দিল্লি যাত্রায় মমতা শুধু মুখ্যমন্ত্রী হিসাবে যাচ্ছেন না, যাচ্ছেন বিরোধী নেত্রী হিসাবেও । ইতিমধ্যেই তিনি বিরোধী দলগুলোকে একজোট হওয়ার ডাক দিয়েছেন । 2024-এর জন্য এখন বসে না থেকে জোটবদ্ধ ভাবে মানুষের ইস্যুগুলোকে নিয়ে পথে নামতে চায় তৃণমূল কংগ্রেস । এই অবস্থায় দিল্লি সফরে গিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে তাঁর বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ ৷

এদিন দিল্লি রওনার ঠিক আগেই নবান্নে মন্ত্রিসভার বৈঠক করেন মমতা ৷ সেখানে পেগাসাস কেলেঙ্কারি নিয়ে একটি তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তা নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, "সংসদের অধিবেশনে বাধা দিতেই বিরোধীরা পেগাসাস ইস্যু নিয়ে গন্ডগোল বাধানোর চেষ্টা করছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত নিজের রাজ্যের দিকে নজর দেওয়া ৷" বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কটাক্ষ করে বলেন, "গোটা দেশে তৃণমূলের সাংসদ ক'জন রয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ? স্বপ্ন দেখার তো একটা লজিক থাকা উচিত ৷"

আরও পড়ুন : Pegasus-Nabanna : কমিশন গড়ে আড়িপাতার তদন্ত করবে নবান্ন

Last Updated :Jul 26, 2021, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.