Cyber Crime: পড়ুয়াদের সাইবার অপরাধ নিয়ে সচেতন করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা লালবাজারের

author img

By

Published : Nov 16, 2021, 9:22 PM IST

Lalbazar has Arrange Special Awareness Training on Cyber Crime for School Students

অনলাইন পরিষেবার যুগে যুব সমাজ বিশেষ করে স্কুল পড়ুয়াদের সাইবার অপরাধ থেকে সতর্ক করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে লালবাজার ৷ এর জন্য শহরের বেশ কয়েকটি স্কুলকে বেছে নেওয়া হবে ৷ তবে, পড়ুয়াদের নয়, শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেবেন পুলিশ আধিকারিকরা ৷ তাঁরা পড়ুয়াদের সেই মতো সচেতন করবেন ৷

কলকাতা, 16 নভেম্বর : সাইবার অপরাধের থেকে নতুন প্রজন্মকে সচেতন করতে এবার আসরে নামল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ আর এর জন্য বেছে নেওয়া হবে শহরের বেশ কয়েকটি স্কুলকে ৷ স্কুল বাছাই হলেই চালানো হবে সাইবার শিক্ষার পাঠ ৷ তবে তা সরাসরি ছাত্রছাত্রীদের জন্য নয় বলে লালবাজার সূত্রে খবর ৷

নতুন প্রজন্মকে সাইবার অপরাধের হাত থেকে মুক্ত রাখতে বিশেষ পাঠ দেওয়ার ব্যবস্থা করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ ৷ তবে, সেই পাঠ সরাসরি ছাত্রছাত্রীদের দেওয়া হবে না । সেই পাঠ দেওয়া হবে স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের ৷ তাঁরা সেই পাঠ থেকে শিক্ষা নিয়ে সচেতন করবেন পড়ুয়াদের ৷ যদিও, এ বিষয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, এই প্রক্রিয়া কিছু নতুন নয় ৷ আগেও এই সচেতনতামূলক কাজকর্ম চলেছে ৷

আরও পড়ুন : BSF Jurisdiction : বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব পাশ

লালবাজার সূত্রে খবর, এই বিষয় শহরের একাধিক স্কুলকে বাছা হচ্ছে ৷ মূলত বাছাই করা স্কুলগুলির শিক্ষক ও শিক্ষিকাদের সাইবার সংক্রান্ত শিক্ষার পাঠ দেবেন কলকাতা পুলিশের সাইবার থানার আধিকারিকরা ৷ দেখা গিয়েছে যে লকডাউনের মধ্যে ও তার পরে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম অনলাইনের মাধ্যমে কাজকর্মে অভ্যস্ত হয়েছে ৷ আর এই অনলাইনের ওপারেই ফাঁদ পেতে বসে আছে সাইবার দস্যুরা ৷ আর তাতেই শহরে বাড়ছে ব্যাঙ্ক জালিয়াতি থেকে শুরু করে সাইবার অপরাধের সংখ্যা ৷ ফলে এবার নতুন প্রজন্মকে সচেতন করতে ময়দানে নেমেছে লালবাজারের সাইবার শাখার গোয়েন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.